promotional_ad

কেপটাউনে মুখোমুখি আফ্রিকা-পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বক্সিং ডে টেস্টে সফরকারী পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারানোর পর এবার নিউ-ইয়ার টেস্ট দিয়ে ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপ-টাউনের নিউল্যান্ডে বৃহস্পতিবার মাঠের লড়াইয়ে নামবে দুই দল। তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফিরতে ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে।


এদিকে গত দশ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় কোনও টেস্ট ম্যাচে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। এখন অবধি দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন টেস্ট সিরিজে জয়ের মুখ দেখেনি তারা। 


সেঞ্চুরিয়ন টেস্টে পাকিস্তানকে সব দিক থেকেই হারিয়েছিল প্রোটিয়ারা। তিন দিনে শেষ হওয়া ওই টেস্টে ছয় উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। কঠিন উইকেটে রাবাদা-অলিভিয়ারদের অবিশ্বাস্য বোলিংয়ে দুই ইনিংসেই দুইশর নিচে থেমেছে পাকিস্তান। চতুর্থ ইনিংসে ডিন এলগার, হাশিম আমলাদের ব্যাটিংয়ে ১৪৯ রানের লক্ষ্য সহজেই তাড়া করতে সক্ষম হয়েছিল স্বাগতিকরা। 


ডুয়াইন অলিভিয়ার, যিনি কিনা ভারনন ফিল্যান্ডার, লুঙ্গি এনগিদিদের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন, একাই পাকিস্তানি ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিয়েছেন। প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচটি।



promotional_ad

তবে বৃদ্ধা আঙ্গুলের ইনজুরি কারণে প্রথম টেস্ট না খেলা ফিল্যান্ডার দ্বিতীয় টেস্টে দলের সাথে যোগ দিয়েছেন। যার ফলে ফিল্যান্ডার, স্টেইন, রাবাদার মতো শক্তিশালী পেস বোলিং আক্রমণ নিয়ে ভাবতেই হবে পাকিস্তানি ব্যাটসম্যানদের।


যারা প্রথম টেস্টেই ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। প্রথম ইনিংসে ৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১০৩ রানে তিন উইকেট যাওয়ার পর দক্ষিণ আফিরকার পেসারদের সামনে ব্যাটিং ধসে ১৯০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।


ইমাম-উল-হক, শান মাকসুদ, বাবর আজম ছাড়া দুই ইনিংসে পাকিস্তানি কোন ব্যাটসম্যানই পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলতে পারেননি। ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন অধিনায়ক সরফরাজ আহমেদ, দুইবারই আউট হয়েছেন শূন্য রানে। স্বাগতিক দলের অধিনায়কও দুই ইনিংসে শূন্য রান করেছেন।


কিন্তু বল হাতে ভালোই লড়াই করেছে মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদিরা। প্রথম ইনিংসে দুইজনই চার উইকেট করে নিয়েছেন। তাঁদের বোলিংয়ে প্রথম ইনিংসে বেশি রানের লিড নিতে পারেনি প্রোটিয়ারা। এদিকে ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের।


তাই ৩ জানুয়ারি থেকে শুরু এই ম্যাচে ব্যাটিংয়ের উপর বেশি জোর দিতে হবে পাকিস্তানকে। তাদেরকে এই মাঠে দক্ষিণ আফ্রিয়ার বিপক্ষে বড় রান সংগ্রহ করতে হবে। দশ বছরের আক্ষেপ দূর করার চেষ্টায় থাকবে পাকিস্তান। আর দক্ষিণ আফ্রিকা চাইবে ঘরের মাঠের রেকর্ড অব্যহত রাখতে।



দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ


ফাফ ডু প্লেসিস (অধিনায়ক),  হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডুয়াইন অলিভিয়ার, ডেন প্যাটারসন, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, জুবায়ের হামজা। 


পাকিস্তান স্কোয়াডঃ 


সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসাদ শফিক, আজহার আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির,  মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball