আরও পাঁচ বছর খেলতে চান আশরাফুল!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেটকে আরও চার থেকে পাঁচ বছর সেবা দিয়ে যেতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ফিটনেস এবং ফর্ম ভালো থাকলে যত দিন সম্ভব ক্রিকেটের সাথে থাকতে চান ৩৪ বছর বয়সী আশরাফুল।
ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন ২০১৬ সালের অগাস্টে। ক্রিকেটে ফিরেই নিজেকে আরও ফিট অনুভব করেছেন আশরাফুল। এবার পাঁচ বছরের নিষেধাজ্ঞা বিপিএলে খেলছেন চিটাগং ভাইকিংসের হয়ে।

'যেহেতু আমি একজন ব্যাটসম্যান, সুতরাং আ??ি যদি ফিট থাকতে পারি বিশ্বাস করি আরও চার-পাঁচ বছর খেলতে পারবো ইনশাল্লাহ। আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেটের দেখেন তাহলে দেখবেন অনেকেই আছেন এমন। সেটা নির্ভর করবে ফিটনেসের ওপর।
'গত দুই বছরের থেকে আমি নিজেকে অনেক ফিট মনে করছি সবকিছুর দিক দিয়েই। ফিটনেস এবং পারফর্মেন্স ঠিক থাকলে যতো লম্বা সময় খেলা যায়,' মিরপুরে ভাইকিংসের সাথে অনুশীলনের সময় সাংবাদিকদের বলেছিলেন তিনি।
২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে এবং পাঁচ বছরের নিষেধাজ্ঞা বিপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে।
এবার সব নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন বিপিএল। নিজের পারফর্মেন্স দিয়ে খেলে যেতে চান আরও অনেক বছর।