মমিনুলের বদলে যাওয়ার রহস্য

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি বছরের আগস্টে বাংলাদেশ 'এ' দলের হয়ে আয়ারল্যান্ড সফরে বাজিমাত করেছিলেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। সেই সফরেই নতুন করে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিলেন তিনি।
সিরিজের চতুর্থ ওয়ানডেতে তিনি খেলেছিলেন ২৭টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ বলে ১৮২ রানের অসাধারণ এক ইনিংস। 'মমিনুল দেশের মাটিতে যতটা সফল, বিদেশে ততোই ব্যর্থ' এমন কথা প্রচলিত আছে দেশের ক্রিকেটে।

কিন্তু বিদেশের মাটিতে সেই সফর বদলে দিয়েছে মমিনুলের মনস্তাত্ত্বিক সমীকরণ। আত্মবিশ্বাসও বেড়েছে তাঁর। ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান,
'আয়ারল্যান্ড সিরিজ ছিল আমার জন্য বড় রকমের শিক্ষা। এটা আমাকে সামনের দিনগুলোতে সাহায্য করবে। সেখানে আমি শিখেছি কিভাবে পুরোপুরি ভিন্ন কন্ডিশনে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়।'
'এটা আমার জন্য পুরোপুরি নতুন অভিজ্ঞতা ছিল। পুরো সিরিজে আমি অনেকগুলো শট খেলেছিলাম যা আমার জন্য আত্মতৃপ্তিদায়ক।'
আয়ারল্যান্ড সফরে ভালো পারফর্ম করায় এশিয়া কাপেও ডাক মেলে মমিনুলের। কিন্তু ভালো সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মমিনুল। এসব নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন,
'এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া আমার জন্যে পুরস্কারস্বরূপ ছিল। কিন্তু সুযোগটা আমি সেভাবে কাজে লাগাতে পারিনি। তবে সুযোগ কাজে না লাগালেও আমি অনেক পিছিয়ে পড়িনি। পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করছি।'