promotional_ad

নিভৃতে ক্রিকেটের সেবায় রাজ্জাক

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বিশ্বাস ক্রিকেটকে এখনও অনেক কিছু দেয়ার আছে তাঁর। তবে এর জন্য জাতীয় দল জায়গা পাওয়ার প্রয়োজন নেই তাঁর, ঘরোয়া ক্রিকেটেই নিজের সবটুকু দিতে চান প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক রাজ্জাক।


বিসিএলের সদ্য সমাপ্ত আসরের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের অধিনায়ক ছিলেন রাজ্জাক। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, হয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকার করা বোলারও। দশ ইনিংসে হাত ঘুরিয়ে উইকেট তুলে নিয়েছেন ৩৪টি। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকলেও জাতীয় দলে জায়গা পাওয়া না পাওয়া ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী এই স্পিনার।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে রাজ্জাক জানিয়েছেন, পরের আসরগুলোতে আরও ভালো করতে এই পারফর্মেন্সগুলোই তাঁকে অনুপ্রাণিত করে।


'সত্যি কথা বলতে আমি জাতীয় দল নিয়ে কিছুই চিন্তা করছি না। কারণ আমি ভাগ্যে বিশ্বাস করি, যদি জাতীয় দলে আবার খেলা আমার ভাগ্যে থাকে তাহলে সেটা একদিন না একদিন হবেই। এই কয়েকদিন খেলার পেছনে আমার একমাত্র প্রেরণা নিজের চোখে নিজের অবস্থান বিচার করা।


'এই পারফর্মেন্সগুলো আমাকে বুঝাচ্ছে আমার অবস্থান যেন আমি পরবর্তী পদক্ষেপগুলো ঠিকভাবে নিতে পারি। আমি অনেক সন্তুষ্ট ভালো করায়, কারণ সামনের মৌসুমের জন্য এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে,' শুক্রবার ক্রিকফ্রেঞ্জিকে বলেছিলেন ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২৮ ম্যাচে ৫৮১ উইকেট নেয়া রাজ্জাক।



শ্রীলঙ্কার বিপক্ষে এবছরের শুরুর দিকে জাতীয় দলের সাদা পোশাকে শেষ খেলেছিলেন রাজ্জাক। দুই ইনিংসে পাঁচ উইকেটও পেয়েছিলেন তিনি। কিন্তু এরপর আর জাতীয় দলের দুয়ার খোলেনি ১৩ টেস্টে ২৮ উইকেট নেয়া রাজ্জাকের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball