promotional_ad

টেস্টে টি-টুয়েন্টি মেজাজে খেলে গ্র্যান্ডহোমের রেকর্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলংকার বোলারদের উপর ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন নিউজিল্যান্ডের বিধ্বংসী অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। সুরাঙ্গা লাকমাল-লাহিরু কুমারাদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২৮ বলেই ফিফটি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।


একই সাথে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ফিফটি হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি। গ্র্যান্ডহোম ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির রেকর্ড।


promotional_ad

২০০৮ সালে নিজের অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৬ চার এবং ২ ছক্কার সাহায্যে ৪৫ বলে ৭১ রান নিয়ে অপরাজিত ছিলেন গ্র্যান্ডহোম।


টেস্ট ক্রিকেটে দ্রুততম ফিফটি হাঁকানোর রেকর্ডটির মালিক পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবি টেস্টে ২১ বলে অর্ধশতক তুলে নিয়েছিলেন তিনি। 


দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের মালিক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালের সিডনি টেস্টে ২৩ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।


দ্রুততম অর্ধশতক হাঁকানোর এই রেকর্ডে আছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলও। ২০০৭ সালে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে ২৬ বলে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। আশরাফুলের সমান ২৬ বল খেলে অর্ধশতক আছে পাকিস্তানের শহীদ আফ্রিদিরও।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball