promotional_ad

মমিনুলের ঊনিশতম শতক

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২১৮/২ (৪০ ওভার)
 
(মমিনুল ১০০*,ইয়াসির ৮০*; তাসকিন ১/৩৭)


মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২২৪ অলআউট (৭২.১ ওভার)


(মোসাদ্দেক ৫৭, পিনাক ৫১; তাইজুল ৬/৯২)


পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৪২৫ অলআউট (৮৮.৫ ওভার)


(মাহমুদুল ৯৪, মমিনুল ৮২,; তাসকিন ৪/৯৬)


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ষষ্ঠ এবং শেষ রাউন্ডের খেলায় তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে পূর্বাঞ্চল। ভালো অবস্থানে আছে তাঁরা।



promotional_ad

ওয়ানডে মেজাজে মমিনুলঃ


সিলেটে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন মমিনুল হক। প্রথম ইনিংসে ওয়ানডে মেজাজে ৮২ রান করার পর দ্বিতীয় ইনিংসেও আগ্রসী ব্যাটিং করে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯তম শতক হাঁকিয়েছেন এই বাঁহাতি। ১০৫ বল খেলেছেন তিনি। যেখানে নয়টি চার এবং একটি ছয়ের মার ছিল তাঁর।


তাঁর সাথে সমান তালে ব্যাট চালিয়ে যাচ্ছেন ইয়াসির আলি। ১০০ বল খেলে আশির ঘরে পৌঁছে গেছেন তিনি। দলের রান বর্তমানে ২১৮ রান দুই উইকেট হারিয়ে।


অর্ধশতকের দ্বারপ্রান্তে মমিনুলঃ


৬৩ বলে ৪৫ রান নিয়ে অর্ধশতকের সামনে পূর্বাঞ্চলের বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক। তাঁর সাথে উইকেটে রয়েছেন ইয়াসির আলি। ৫৬ রানে ৩৮ রানে ব্যাটিং করছেন তিনি।


পূর্বাঞ্চলের বর্তমান সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৮ রান। তাঁদের লিড দাঁড়িয়েছে ৩১৯ রানের।


দ্বিতীয় দিনের একেবারে সে বেলায় ব্যাটিংয়ে নেমেছিলেন পূর্বাঞ্চলের দুই ওপেনার ইমরুল কায়েস এবং রনি তালুকদার। এক ওভার খেলে কোন উইকেট না হারিয়ে ২ রান নিয়ে দিন শেষ করেছিল তাঁরা। তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমেই তাসকিন আহমেদের বলে লেগ বিফোর হয়ে ফিরে যান বাঁহাতি ওপেনার ইমরুল। মাত্র আট রান করেছিলেন তিনি। কিছুক্ষণ উইকেটে থেকে বিদায় নেন আরেক ওপেনার রনি=ও। ২৪ রান করেছিলেন তিনি, আউট হয়েছেন পেসার শাহাদাত হোসেনের বলে ক্যাচ দিয়ে। তিনে নামা মমিনুলের সাথে ৩১ রানের জুটি গড়েছিলেন তিনি। 


মধ্যাঞ্চলের প্রথম ইনিংসঃ



তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে আড়াই সেশনেই আউট হয়ে যায় মধ্যাঞ্চল। দুর্দান্ত বোলিং করে একাই ছয় উইকেট নিয়েছেন তাইজুল। শেষ পর্যন্ত ২২৪ রানে থেমে যায় মধ্যাঞ্চলের ইনিংস। মধ্যাঞ্চলের হয়ে মাত্র দুই ব্যাটসম্যান অর্ধশতকের ঘর পার করতে পেরেছেন।


ওপেনার পিনাক ঘোষ খেলেছিলেন ৫১ রানে ইনিংস এবং মোসাদ্দেক হোসেন খেলেছেন ৫৭ রানের ইনিংস।


পূর্বাঞ্চলের প্রথম ইনিংসঃ


টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া পূর্বাঞ্চল ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৪২৫ রান সংগ্রহ করে। দলের হয়ে চার ব্যাটসম্যান পৌঁছেছিলেন অর্ধশতকের ঘরে কিন্তু কেউ তিন অংকের খাতায় নাম লেখাতে পারেননি।


ইমরুল কায়েস ৭৮ রান, মমিনুল হক ৮২ রান, মাহমুদুল হাসান ৯৪ রান এবং জাকির আলি ৫২ রানের ইনিংস খেলেছিলেন। মধ্যাঞ্চলের হয়ে চার উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball