পেসারদের পারফর্মেন্সে সন্তুষ্ট ওয়ালশ
ছবি: কোর্টনি ওয়ালশ

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরটা দারুণ গেছে বাংলাদেশ দলের। তবে সদ্যই উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হেরেছে টাইগাররা। এই কারণে টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ কিছুটা আক্ষেপ করেছেন।
তবে পেসাররা দারুণ পারফর্মেন্স করায় বেশ আনন্দিত তিনি। তাছাড়া, কিছু কিছু ক্ষেত্রে এখনও উন্নতির সুযোগ আছে বলে মনে করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তী।

'টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজটা জিততে পারলে খুবই ভালো হতো। তবে দল হিসেবে পুরো বছরটা বাংলাদেশের ভালো কেটেছে। পেসারদের জন্যও খুব একটা খারাপ ছিল না। বেশ কয়েকজন লক্ষণীয় উন্নতি করেছে। তবে এখনো উন্নতি করার অনেক ক্ষেত্র আছে।'
আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন এই সফরে টাইগাররা তিনটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে। ২০ মার্চ শেষ হবে সিরিজটি।
আসন্ন এই নিউজিল্যান্ড সফর টাইগারদের জন্য সহজ হবে না বলেই মনে করেন ওয়ালশ। তবে নিউজিল্যান্ড সফর টাইগার পেসারদের নিজেদের প্রমাণ করার সুযোগ হিসেবেও দেখছেন তিনি।
'নিউজিল্যান্ড সফর তাদের জন্য হবে কঠিন পরীক্ষার। একইসঙ্গে এটা একটা সুযোগও। এখানকার উইকেটে ওরা হয়তো সেভাবে নিজেদের মেলে ধরার সুযোগ পায়নি। তবে নিউজিল্যান্ডে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে পেসারদের সামনে।'