অস্ট্রেলিয়া স্কোয়াডে সাত বছরের শিশু!

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টকে সামনে রেখে সাত বছরের আর্চি স্কিলারকে স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যায় ভুগতে থাকা এই ক্রিকেট পাগল শিশুর ইচ্ছা পূরণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার একটি সমাজ কল্যাণ সংস্থা 'মেক অ্যা উইশ অস্ট্রেলিয়া ফাউন্ডেশন।'
তিন মাস বয়স থেকেই ত্রুটিযুক্ত ভাল্ব নিয়ে দিন পার করছে আর্চি। বেশ কিছু সার্জারি করার পরও কখনও পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব হয়নি তাঁকে। ক্রিকেটকে মনে প্রাণে ভালবাসলেও শারীরিক অবস্থাই তাকে দূরে সরিয়ে রেখেছে খেলাটি থেকে।
কয়েকদিন আগে নিজের বাবাকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলো এই শিশুটি। তাঁর এই ইচ্ছার কথা জেনে এগিয়ে আসে 'মেক অ্যা উইশ' সংস্থাটি। পরবর্তীতে 'মেক অ্যা উইশ' এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) যোগসাজশে আর্চিকে বক্সিং ডে টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় সহকারী অধিনায়ক হিসেবে।

আর এই খবরটি ৭ বছরের শিশু আর্চিকে ভিডিও কলের মাধ্যমে জানান অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। আর্চিকে স্কোয়াডে রাখা প্রসঙ্গে সাবেক এই অজি ক্রিকেটার বলেছেন,
'সে (আর্চি) অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনেকটা সময় সে হাসপাতালের বিছানায় কাটিয়েছে...সুতরাং আমরা তাঁর মুখে হাসি ফোটাতে চাই। খুব সামান্য কিছুই আমরা করতে পারি তাঁর জন্য।'
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬শে ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনের হাত সহকারী অধিনায়কের বেশে মাঠে নামবে আর্চি। কিছুদিন পরে আরেকটি সার্জারি হওয়ার অপেক্ষায় থাকা এই শিশুটির ইচ্ছা পূরণ করতে পারায় বেশ খুশি পেইন নিজেও। জানিয়েছেন আর্চির মতো একজনকে দলের সাথে পাওয়াটা যথেষ্ট অনুপ্রেরনাদায়ক। তাঁর অভিষেক দেখার প্রতীক্ষাতে অধীর হয়ে আছেন সকলেই। পেইনের ভাষায়,
'অবশ্যই, আর্চ এবং তাঁর পরিবার অনেক কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর বাবা যখন তাকে জিজ্ঞেস করেছিলো যে তুমি কি চাও, সে বলেছিলো যে সে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে চায়। আপনি আপনার জীবন একবারই পাবেন।
তাঁর মতো কাউকে আশেপাশে পাওয়া আসলেই অনেক অনুপ্রেরণাদায়ক আমাদের দলের জন্য। তাঁকে পাওয়াটা অনেক বড় কিছু এবং আমরা বক্সিং ডেতে তাঁর অভিষেকের অপেক্ষায় আছি।'