promotional_ad

আম্পায়ারিং বিতর্কে ভরা উইন্ডিজ সিরিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


মিরপুরে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিতর্ক পৌঁছে যায় চরম পর্যায়ে। উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয় পুরো মাঠ জুড়ে। এক পর্যায়ে খেলাও বন্ধ ছিল বেশ কিছুক্ষণ।


বাজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক শুধু এ ম্যাচে নয়, চলেছিল উইন্ডিজদের বিপক্ষে সম্পূর্ণ সিরিজ জুড়েই। যা নিয়ে নাখোশ ছিলেন দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং কার্লোস ব্র্যাথওয়েট। কিন্তু শেষ ম্যাচে এসে মেজাজ ধরে রাখতে পারেননি ক্যারিবিয়ান দলপতি।


ওশান থমাসের এক ওভারেই দুটি নো বল দিয়ে বসেন আম্পায়ার তানভির আহমেদ।  কিন্তু তাঁর বেশির ভাগ কলই ছিল বিতর্কিত। যার মাঝে ভালো খেলতে থাকা লিটন দাসের আউটে নো বলের সংকেতটি ছিল বেশি চাঞ্চল্যকর। বিগ স্ক্রিনে দেখা দিয়েছিল থমাসের বুটের কিছু অংশ দাগের ভেতরে রয়েছে।



promotional_ad

এ নিয়ে ক্ষেপে ছিলেন উইন্ডিজ অধিনায়ক। যদিও দশ মিনিটের মতো খেলা বন্ধ থাকার পর আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি জেফ ক্রো।


সিলেটে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। যে কারণে জরিমানাও গুণতে হয়েছিল তাঁকে।


বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে এ ঘটনা ঘটেছিল, ওয়াইড না দেওয়ায় চিৎকার করে প্রতিবাদ জানান সাকিব এবং পরবর্তীতে আম্পায়ারের সাথে দীর্ঘ আলোচনায় লিপ্ত হন তিনি। সেই ম্যাচের আম্পায়ারও ছিলেন সৈকত শরফুদ্দৌলা ও তানভির আহমেদ।


ঢাকায় ফিরে দ্বিতীয় টি-টুয়েন্টিতেও বাজে আম্পায়ারিংয়ের সম্মুখীন হতে হয়েছে দুই দলকেই। প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসে দুইটি নো বল দেননি মাঠে থাকা দুই আম্পায়ার গাজী সোহেল এবং তানবির আহমেদ।



ইনিংসের শেষ ওভারে কিমো পলের দুইটি বল কোমরের উপরে উঠেছিল। কিন্তু একটি নো বলও দেননি আম্পায়াররা। যা নিয়েও আলোচনা হয়েছিল অনেক। এরপর উইন্ডিজদের ইনিংসেও দুটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন মাঠে থাকা আম্পায়াররা।


বাঁহাতি ব্যাটসম্যান শিমরণ হেটমায়ারকে লেগ বিফোরে আউট দিয়েছিলেন মূল আম্পায়ার তানবির আহমেদ। কিন্তু স্পষ্ট বুঝা যাচ্ছিল বল হাতে লেগে তারপর প্যাডে আঘাত করে। রিভিউ নিয়ে বাঁচেন হেটমায়ার।


একবার নয়, সেই ইনিংসে দুই বার হেটমায়ারের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। দুইবারই রিভিউ নিয়ে বাঁচেন হেটমায়ার এবং আলট্রা এজে স্পষ্ট বুঝা গিয়েছিল ব্যাটে আঘাত করেছিল বল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball