কোহলিকে এখনই গ্রেটদের কাতারে বসাচ্ছেন না ভিভ

ছবি: ভিরাট কোহলি; ছবিঃ সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটের অনেক রেকর্ডেই নিজের নাম উপরের সারিতে তুলে এনেছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখে ক্রমশই তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়।
তবে তাকে এখনই কিংবদন্তীদের পাশে বসাচ্ছেন না ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডস। এর জন্য ক্যারিয়ারের শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে মনে করেন তিনি। যদিও আধুনিক যুগের ক্রিকেটারদের মধ্যে কোহলিকেই সবচেয়ে বেশি পছন্দ রিচার্ডসের।

'আধুনিক যুগের ক্রিকেটারদের মধ্যে কোহালিই আমার পছন্দ। আমার মনে হয়, ক্যাহালির ক্যারিয়ার শেষ করা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এখনই রায় দেওয়া ঠিক হবে না। তবে নিশ্চিত ভাবেই এখন ও দারুণ জায়গায় রয়েছে। ভারত চিরকালই অনুসরণ করার মতো ব্যাটসম্যান পেয়েছে। সুনীল গাভাস্কার যেমন ভারতীয় ব্যাটসম্যানশিপের গডফাদার। তারপর এসেছে শচীন টেন্ডুলকার। আর এখন এসেছে ভিরাট কোহালি।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৪ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। তবে এই ক্যারিবিয়ান কিংবদন্তী মনে করেন বাকি দুই টেস্টেই জিতবে ভারতীয়রা।
আর সেই সিরিজ জয়ে বড় ভূমিকা থাকবে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির। দলকে সামনে এগিয়ে নেয়ার জন্য সব ধরণের গুণ আছে কোহলির মধ্যে এমনটাই মনে করেন রিচার্ডস।
'টেস্ট সিরিজ জেতার দুর্দান্ত সুযোগ রয়েছে ভারতের সামনে। পার্থে ওরা ধাক্কা খেয়েছে ঠিকই। কিন্তু তার পরও সিরিজ জিততে পারে। ভিরাটের মতো অধিনায়ক রয়েছে ভারতের, যে কিনা আবেগকে সঙ্গে করে মাঠে নামে। লড়াই করার মানসিকতা রয়েছে। সতীর্থদের জয়ের লক্ষ্যে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতাও তাঁর আছে।'
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ার কাজটা মোটেই সহজ হবে না বলে মনে করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তী। 'স্মিথ-ওয়ার্নার ছাড়াও অস্ট্রেলিয়াকে হারানো খুব কঠিন। প্রতিভার অভাব তারা ঢেকে দিচ্ছে আগ্রাসী মানসিকতা দিয়ে।'