promotional_ad

বিপিএলে কি হচ্ছে আমি জানি নাঃ স্মিথ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলতে পারবেন কি পারবেন না, এই নিয়ে অন্ধকারে আছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। ২০১৫ সালের বিপিএল চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টরিয়ান্সের সাথে স্মিথের চুক্তি হয়েছিল। কথা ছিল পুরো আসরে কুমিল্লার হয়ে খেলবেন তিনি। তবে শেষ পর্যন্ত বাকি ফ্র্যাঞ্চাইজির বিরোধিতায় স্মিথকে ছাড়াই খেলতে হচ্ছে তামিমদের। 


স্টিভ স্মিথ বিপিএলের ড্রাফটের বাইরে থাকার পরও তাঁর সাথে চুক্তি করেছে কুমিল্লা, যা বিপিএল ড্রাফটের নিয়ম বহির্ভূত। লঙ্কান অলরাউন্ডার আসেলা গুনারত্নের বদলী হিসেবে স্মিথকে চেয়েছিল কুমিল্লা। কিন্তু নিয়ম ভেঙ্গে স্মিথকে দলে নেয়ায় শেষ পর্যন্ত বাকি দল গুলো বিরোধিতা করে বসে, যার কারণে বিপিএল খেলা হচ্ছে না স্মিথের। 



promotional_ad

তবে স্মিথকে নিয়ে বিপিএল কর্তাদের এত নাটক সম্পর্কে অবগত নন স্মিথ। সিডনিতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমার বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলার কথা ছিল। আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমি জানি না সেখানে কি হচ্ছে।'


দীর্ঘদিন প্রতিযোগিতা মূলক ক্রিকেটের বাইরে থাকা স্মিথ বিপিএল, পিএসএল ও আইপিএল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে চেয়েছিলেন। বিপিএলে খেলা নিয়ে শঙ্কা থাকলে পিএসএল ও আইপিএলে খেলবেন স্মিথ। তাঁর ভাষায়,


'এরপর পাকিস্তান সুপার লীগ আছে, আইপিএল আছে। বিশ্বকাপের জন্য এটা আমার জন্য পর্যাপ্ত প্রস্তুতি হবে, যদি আমি সুযোগ পাই। ওয়ানডে ক্রিকেট টি-টুয়েন্টির দীর্ঘায়িত ভার্সন করা যায়। আর আইপিএল বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট। আর পাকিস্তান সুপার লীগ নিয়ে যা শুনেছি আমি, সেটার মানও খুবই ভালো। এটা আমার জন্য পর্যাপ্ত হবে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball