চাওয়া পূরণ হল সাকিবের

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটের তিন ফরম্যাটেই পাঁচ উইকেটের মালিক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে পাঁচ উইকেট নিয়েছেন অনেক আগেই। বাকি ছিল শুধু টি-টুয়েন্টি ফরম্যাট, খুব করেই চাচ্ছিলেন এই অপূর্ণতাও পূরণ করতে। অবশেষে চাওয়া পূরণ হল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি'তে, যাতে উচ্ছ্বসিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
উইন্ডিজ ব্যাটসম্যানদের একাই নাস্তানাবুদ করেছেন বাঁহাতি স্পিনার সাকিব। চার ওভারের কোটা পূরণ করে মাত্র ২০ রান খরচায় তুলে নিয়েছেন পাঁচ উইকেট। যা টি-টুয়েন্টি ক্রিকেটে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং।

বাকি দুই ফরম্যাটের ন্যায় এই ফরম্যাটেও পাঁচ উইকেট পেয়ে সাকিব অনেক বেশি সন্তুষ্ট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, 'খুবই ভালো লেগেছে, প্রথমবার কোন কিছু হলে ভালো লাগেই। তিন ফরম্যাটের এক ফরম্যাটে ছিলো না, এখন হয়ে গেল।'
দশের ওপর গড়ে রান তুলতে থাকা শাই হোপ এবং নিকোলাস পুরানের জুটি ভাঙ্গেন সাকিব। এরপর ইনিংসের মাঝপথে এসে শিমরণ হেটমায়ারের গুরুত্বপূর্ণ উইকেটটিও তুলে নিয়েছেন তিনি।
এরপর একে একে তুলে নিয়েছেন ড্যারেন ব্রাভো, ব্র্যাথওয়েট এবং ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট। অর্জন করে নিয়েছেন অপ্রাপ্তিটুকুও।
টেস্ট ফরম্যাটে সাকিবের পাঁচ উইকেট নিয়েছেন ১৮ বার। ওয়ানডে ফরম্যাটে নিয়েছেন একবার, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার মিরপুরে টি-টুয়েন্টি ফরম্যাটেও পাঁচ উইকেট তুলে নিলেন সাকিব।