promotional_ad

চাওয়া পূরণ হল সাকিবের

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটের তিন ফরম্যাটেই পাঁচ উইকেটের মালিক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে পাঁচ উইকেট নিয়েছেন অনেক আগেই। বাকি ছিল শুধু টি-টুয়েন্টি ফরম্যাট, খুব করেই চাচ্ছিলেন এই অপূর্ণতাও পূরণ করতে। অবশেষে চাওয়া পূরণ হল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি'তে, যাতে উচ্ছ্বসিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


উইন্ডিজ ব্যাটসম্যানদের একাই নাস্তানাবুদ করেছেন বাঁহাতি স্পিনার সাকিব। চার ওভারের কোটা পূরণ করে মাত্র ২০ রান খরচায় তুলে নিয়েছেন পাঁচ উইকেট। যা টি-টুয়েন্টি ক্রিকেটে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং। 



promotional_ad

বাকি দুই ফরম্যাটের ন্যায় এই ফরম্যাটেও পাঁচ উইকেট পেয়ে সাকিব অনেক বেশি সন্তুষ্ট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, 'খুবই ভালো লেগেছে, প্রথমবার কোন কিছু হলে ভালো লাগেই। তিন ফরম্যাটের এক ফরম্যাটে ছিলো না, এখন হয়ে গেল।'


দশের ওপর গড়ে রান তুলতে থাকা শাই হোপ এবং নিকোলাস পুরানের জুটি ভাঙ্গেন সাকিব। এরপর ইনিংসের মাঝপথে এসে শিমরণ হেটমায়ারের গুরুত্বপূর্ণ উইকেটটিও তুলে নিয়েছেন তিনি।


এরপর একে একে তুলে নিয়েছেন ড্যারেন ব্রাভো, ব্র্যাথওয়েট এবং ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট। অর্জন করে নিয়েছেন অপ্রাপ্তিটুকুও।



টেস্ট ফরম্যাটে সাকিবের পাঁচ উইকেট নিয়েছেন ১৮ বার। ওয়ানডে ফরম্যাটে নিয়েছেন একবার, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার মিরপুরে টি-টুয়েন্টি ফরম্যাটেও পাঁচ উইকেট তুলে নিলেন সাকিব। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball