আজমলকে ছোঁয়ার প্রতীক্ষায় সাকিব

ছবি: সাকিব আল হাসান, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি টুয়েন্টি ম্যাচ মিলিয়ে আর মাত্র ৫ উইকেট শিকার করতে পারলেই পাকিস্তানি স্পিনার সাইদ আজমলের পাশে উঠে আসবেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
আন্তর্জাতিক টি টুয়েন্টিতে বর্তমানে সাকিবের উইকেট সংখ্যা ৭০ ম্যাচে ৮০টি উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে তাঁর অবস্থান পঞ্চমে। অপরদিকে আজমল শিকার করেছেন ৬৪ ম্যাচে ৮৫টি উইকেট।

সুতরাং চলমান এই সিরিজেই আজমলকে ছোঁয়ার সুযোগ থাকছে সাকিবের সামনে। আর ৬টি উইকেট নিতে পারলে তৃতীয় স্থানেও উঠে আসতে পারবেন তিনি। কেননা ৮৫ উইকেট নিয়ে তৃতীয়তে বর্??মানে আছেন পাকিস্তানি পেসার উমর গুল।
আজমল এবং গুলের উইকেট সংখ্যা সমান হলেও ম্যাচ সংখ্যা এবং গড়ের দিক থেকে এগিয়ে থাকায় এই স্পিনারের উপরে আছেন গুল। ৮৫টি উইকেট নিতে গুল খেলেছেন ৬০টি ম্যাচ এবং তাঁর বোলিং গড় ১৬.৯৭। যেখানে আজমলের গড় ১৭.৮৩।
এদিকে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে শীর্ষে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। মোট ৯৯টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ৯৮ উইকেট শিকার করেছেন তিনি। তাঁর বোলিংয়ের ইকোনমি রেট ৬.৬৩।
আফ্রিদির পর দ্বিতীয়তে অবস্থান করছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ৬৯টি ম্যাচে ৭.৩৬ ইকোনমি রেটে মোট ৯৮টি উইকেট নিয়েছেন তিনি।