ক্ষতিপূরণ চেয়ে উল্টো বিপদে পাকিস্তান

ছবি: পিসিবি সভাপতি এহসান মানি; ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার জন্য পাকিস্তানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কিন্তু ভারত এই সমঝোতা স্মারক মেনে দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় ক্ষতিপূরণ চেয়ে আইসিসিতে নালিশ ঠুকেছিল পাকিস্তান।
কদিন আগেই শুনানিতে ভারতের পক্ষে রায় দিয়েছিল আইসিসির বিরোধ মীমাংসা প্যানেল। এবার এই দুই বোর্ডের মধ্যে ঝামেলা মেটাতে যে অর্থ খরচ হয়েছে তাঁর ৬০ শতাংশ খরচ মেটানোর জন্য পিসিবিকে আদেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

মূলত বিসিসিআই ও আসিসির প্যানেলের যে খরচ হয়েছে তাঁর ৬০ ভাগ অর্থ দিতে হবে পাকিস্তানকে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ডিআরসি প্যানেল সিদ্ধান্ত নিয়েছে যে পিসিবি প্রশাসনিক খরচ এবং প্যানেলের খরচের ৬০ শতাংশের পাশাপাশি বিসিবিআই কর্তৃক দাবি করা খরচগুলিও প্রদান করবে।'
ফলে, ক্ষতিপূরণ চাইতে গিয়ে উল্টো বিপদের কবলে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সমঝোতা চুক্তি হলেও, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা ও এর সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের অভিযোগ তুলে ভারত প্রায় সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে দেশটির সঙ্গে।
এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে। আইসিসি বা এসিসির টুর্নামেন্ট ছাড়া দুই দল বেশ অনেকদিন ধরেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না।