promotional_ad

ইয়াসিরের ব্যাটে রান, মেহেদির দুই উইকেট

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিসিএলের পঞ্চম রাউন্ডের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেলেও খেলা হয়েছে দ্বিতীয় দিন। যদিও ভেজা মাঠের কারণে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের ম্যাচ গড়িয়েছিল প্রায় দেড় ঘণ্টা দেরিতে। ব্যাটিং করতে নেমে ৬৭ ওভার খেলার সুযোগ হয়েছে পূর্বাঞ্চলের। ২০৪ রান নিয়ে দিন শেষ করেছে তাঁরা। চার উইকেট তুলে নিয়ে দিন শেষে সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণাঞ্চলের বোলারদের।


বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জয়ী হয়ে প্রতিপক্ষ পূর্বাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণাঞ্চল। ব্যাট হাতে ভালো শুরু করেছিলেন পূর্বাঞ্চলের দুই ওপেনার রনি তালুকদার এবং ইমরুল কায়েস। অর্ধশতক রানের জুটি পেরিয়ে বড় জুটির দিকে এগোচ্ছিলেন দুইজন।


কিন্তু দুই ওপেনারের ৭৪ রানের জুটি ভাঙ্গেন স্পিনার মেহেদি হাসান। ৩৭ রান করা বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন মমিনুল হক।



promotional_ad

গত ম্যাচে ১৯৪ রান করা মমিনুল এ ম্যাচে ফিরেছেন মাত্র ৩ রান করে। মেহেদির বলে উইকেটরক্ষক সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন রনি তালুকদার। তাঁর সাথে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন ইয়াসির আলি।


তবে নিজের ইনিংসটি বড় করা হয়নি রনির, ফিরেছেন ৪০ রানে। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বলে লেগ বিফোর হয়ে ফিরেছেন তিনি। তাঁর বিদায়ে নেমেছিলেন ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।


ইয়াসিরের সাথে দুর্দান্ত ১০৩ রানের জুটি গড়েন তিনি। অসাধারণ ব্যাটিং করে ৯৪ বলে ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়ে নেন ইয়াসির। কিন্তু ৩৭ রান নিয়ে আউট হয়েছেন আশরাফুল। পেসার আল-আমিনের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন তিনি।


নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছিলেন মাহমুদুল হাসান। শেষ পর্যন্ত ইয়াসির এবং মাহমুদুল অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ৭০ রান নিয়ে দিন শেষ করেছেন ইয়াসির, তাঁর সাথে ১৩ রান নিয়ে অপরাজিত মাহমুদুল। দক্ষিণাঞ্চলের হয়ে দুই উইকেট নিয়েছেন মেহেদি হাসান।



সংক্ষিপ্ত স্কোরঃ


পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ২০৪/৪ (৬৭ ওভার)


(ইয়াসির ৭০*, মাহমুদুল ১৩*; মেহেদি ২/৪৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball