promotional_ad

ধোনির পরে কোহলির সমালোচনায় গম্ভীর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্ডার-গাভাস্কার ট্রফিতে সিরিজের প্রথম টেস্ট জয়ের সব কৃতিত্ব ভারতের অধিনায়ক ভিরাট কোহলিকে দিতে নারাজ কিছুদিন আগেই ক্রিকেট থেকে বিদায় নেওয়া ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। 

অ্যাডিলেড টেস্ট জেতার পরে মিডিয়ার সামনে বেশ প্রশংসিত হয়েছিলেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। সাবেক ভারতীয় ক্রিকেটাররা তো বটে, কোহলির প্রশংসা করেছিলেন সাবেক অজি ক্রিকেটাররাও। এরই সমালোচনা করেছেন গম্ভীর। মিডিয়ার সামনে তিনি জানান,


'কোহলিকে সমস্ত কৃতিত্ব দেওয়া উচিত নয়। দলে রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটাররা আছে। সব কৃতিত্ব অধিনায়কের হবে কেন?'  


উল্লেখ্য, ভিরাট কোহলি অধিনায়ক হওয়ার পরে ভারতীয় দলে জায়গা করে নেওয়া অনেকটাই কঠিন ছিল গম্ভীরের। কথিত আছে, কোহলি-গম্ভীরের মাঝে শক্ত মনোমালিন্যও আছে।



promotional_ad

এমনকি আইপিএলে গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখনও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে ম্যাচ চলাকালীন সময় কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হতো গম্ভীরের। দুজনের সম্পর্ক সাপে- নেউলে ছিল তখন, এমনটা দাবি করে ভারতীয় মিডিয়া।


এদিকে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে গম্ভীরের করা মন্তব্য নিয়েও ফুঁসে উঠেছে ধোনির ভক্তরা। অবসরের দুয়েক দিন পরে ধোনির ব্যাপারে সমালোচনা করে গম্ভীর বলেছিলেন,


'২০১২ সালে অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজ খেলার সময়ে ধোনি বলেছিল যে সে তিনজনকে (শচীন, শেহবাগ ও গম্ভীর) একইসঙ্গে দলে নিয়ে খেলতে পারবে না, যেহেতু তাঁর লক্ষ্য ২০১৫ সালের বিশ্বকাপের দিকে ছিল। 


'এতে অনেক মনঃক্ষুণ্ণ হয়েছিলাম। এটা আসলে যেকোনো ক্রিকেটারের জন্যই অনেক দুঃখের। আমি শুনিনি কাউকে ২০১২ সালে বলা হবে যে, তুমি ২০১৫ সালের বিশ্বকাপে খেলতে পারবে না।'



কোহলিকে নিয়ে মন্তব্যের দিন আবারও ধোনির প্রসঙ্গে কথা বলেছেন গম্ভীর, 'আমার সঙ্গে ধোনির সম্পর্ক অবশ্যই বেশ ভালো। কিন্তু যেটা আমি মনে করি সেটা অবশ্যই বলব। আমার দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলাবে না। ভিরাট কোহলির ব্যাপারেও আমি একই কথা বলব।'


উল্লেখ্য, ২০১২ সালের অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়া ভারতীয় দলে শচীন টেন্ডুলকার, বিরেন্দর শেহবাগ এবং গৌতম গম্ভীরের পাশাপাশি তখনকার তরুণ ক্রিকেটার ভিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মারা ছিলেন।


পুরো আসরে একাদশে একইসঙ্গে জায়গা পাননি শচীন, শেহবাগ এবং গম্ভীর। তখনকার তরুণদের সুযোগ করে দিতে যেকোনো দু'জনকে খেলতে হয়েছিল এক একটি ম্যাচে। ধোনি অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেও দলকে এই ব্যাপারে কিছু বলেননি বলেই মনঃক্ষুণ্ণ হয়েছিলেন গম্ভীর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball