বিপিএল ৬ এর টিকিট মূল্যের তালিকা

ছবি: বিপিএল লোগো

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী মাস থেকে। এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে বিপিএলের ম্যাচগুলোর টিকিটের মূল্য। গত বারের টিকিট মূল্য এবারও থাকছে অপরিবর্তিত।
বরাবরের মতো এবারও মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ২ হাজার টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও ক্লাব হাউজ ৫০০ টাকা ধরা হয়েছে। অপরদিকে ভিআইপি স্ট্যান্ড, নর্দার্ন স্ট্যান্ড এবং সাউদার্ন স্ট্যান্ডের মূল্য নির্ধারিত হয়েছে ৩০০ টাকা। এছাড়াও ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ২০০ টাকা।
এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা এবং ক্লাব হাউজ যথারীতি ৫০০ টাকা। এছাড়াও গ্রিন হিল এরিয়ার টিকিট ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা নির্ধারিত হয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিট মূল্যও ধার্য করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। সিদ্ধান্ত অনুযায়ী সেখানকার গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ২ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিপিএলের টিকিট মূল্যের তালিকাটি দেখে নিনঃ
শের-ই বাংলা স্টেডিয়ামঃ
১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড) – ৫০০ টাকা
৩। ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
৪। নর্দার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা
৫। সাউদার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা
৬। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামঃ
১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ- ৫০০ টাকা
৩। গ্রিন হিল এরিয়া- ৪০০ টাকা
৪। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
৫। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামঃ
১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ- ৫০০ টাকা
৩। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
৪। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
উল্লেখ্য আগামী ৫ই জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রতিটি দিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে বারোটায়। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। তবে শুক্রবার বিপিএলের প্রথম ম্যাচের খেলা দুপুর ২টায় এবং পরেরটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।