promotional_ad

সাকিবের দুই নতুন সতীর্থ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের জয়পুরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের নিলাম। নিলামে তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।


ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে দুই কোটি চল্লিশ লক্ষ্য রুপিতে দলে ভিড়িয়েছে তাঁরা। এছাড়া কিউই ওপেনার মার্টিন গাপটিলকে এক কোটি রুপিতে দলে ভিড়িয়েছে তাঁরা।


দুজনই আইপিএলের সামনের আসরে প্রথমবারের মতো খেলবেন। তাছাড়া নিজেদের পুরানো উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকেও পুনরায় দলে ভিড়িয়েছে তাঁরা। ঋদ্ধিমান সাহাকে ভিড়িয়েছে এক কোটি বিশ লক্ষ্য রুপিতে। 



promotional_ad

অন্য দলের মতো সাকিবদের দলেও আছে আটজন বিদেশী ক্রিকেটার। দলের মোট সদস্য ২৩ ক্রিকেটার।


এদিকে জয়পুরের এই নিলামে মোট ৬০ জন ক্রিকেটার দল পেয়েছেন, যার মধ্যে ২০ জন বিদেশী এবং চল্লিশ জন ভারতীয়। নিলামে সব দল খরচ করেছে ১০৬ কোটি ৮০ লক্ষ রুপি। 


এদিকে এই নিলামে রেকর্ড পরিমাণ মূল্যে দল পেয়েছেন দুই ভারতীয় বোলার ভরুন চক্রবর্তী ও জয়দেব উনাদকাট। আট কোটি চল্লিশ লক্ষ্য রুপিতে জয়দেব উনাদকাটকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।


ভরুন চক্রবর্তীকেও একই মূল্যে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে দল পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান (সাত কোটি বিশ লক্ষ্য রুপি)। কিংস ইলেভেন পাঞ্জাব দলে ভিড়িয়েছে কারানকে। 



সানরাইজার্স হায়দ্রাবাদঃ-


কেন উইলিয়ামসন, ইউসুফ পাঠান, রশিদ খান, সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, মার্টিন গাপটিল, অভিষেক শর্মা, ঋদ্ধিমান সাহা, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, রিকি ভুই, ভুবনেশ্বর কুমার, দিপক হুদা, খলিল আহমেদ, টি নটরজান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, মানিশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, সিদ্ধাথ কোল, শ্রীভাস্ত গোস্বামী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball