ল্যাথাম শো'তে ইনিংস পরাজয়ের শঙ্কায় শ্রীলংকা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের আশঙ্কায় সফরকারী শ্রীলংকা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের তৃতীয় দিনের শেষ পর্যন্ত স্বাগতিকদের থেকে তাঁরা পিছিয়ে আছে ২৭৬ রানে, হাতে সাত উইকেট।
২০ রানে ইতিমধ্যেই তিনটি উইকেট হারিয়েছে শ্রীলংকা। কিউইদের হয়ে টিম সাউদি নিয়েছেন দুটি উইকেট, ট্রেন্ট বোল্টের শিকার একটি। লঙ্কানদের হয়ে উইকেটে আছেন কুশল মেন্ডিস (৫*) এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস (২*)।
এর আগে দিনের শুরুতে পুরো সময়েই রাজত্ব করেছে কিউইরা। আগেরদিন সেঞ্চুরি হাঁকানো টম ল্যাথাম এদিনে শেষ পর্যন্ত ২৬৪ রানে অপরাজিত ছিলেন। ইনিংসে ছিল ২১টি চার ও ১ টি ছয়ের মার। এটিই তাঁর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

এছাড়া আগের দিনে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (৯১)। এদিনে ফিফটি পেয়েছেন আরও দুইজন কিউই। অভিজ্ঞ রস টেইলর এবং হেনরি নিকলস দুজনেই এদিনে করেছেন ৫০ রান।
এক রানের জন্য ফিফটি মিস করেছেন দলের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম (৪৯)। মজার বিষয় হচ্ছে এদের সবার সঙ্গেই বড় জুটি গড়েছেন ল্যাথাম। আগের দিন উইলিয়ামসনের সঙ্গে ১৬২ রানের জুটি গড়েছিলেন ল্যাথাম।
এদিনে টেইলরের সঙ্গে ৯১ রান, নিকলসের সঙ্গে ১১৪ রান এবং গ্র্যান্ডহোমের সঙ্গে ৭৩ রানের তিনটি পৃথক জুটি গড়েছেন ল্যাথাম। এমনকি শেষ দুই কিউই ব্যাটসম্যান আজাজ প্যাটেল (৬) এবং ট্রেন্ট বোল্টের (১১) সঙ্গেও ২৯ রানের করে দুটি জুটি গড়েছেন ল্যাথাম।
শ্রীলংকার হয়ে এদিনে চারটি উইকেট নিয়েছেন লাহিরু কুমারা। প্রথম ইনিংসে ম্যাথিউস (৮৩), করুনারত্নে (৭৯) ও ডিকওয়েলার (৭৩*) সৌজন্যে ২৮২ রান করেছিল সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলংকা প্রথম ইনিংস: ২৮২/১০
(ম্যাথিউস ৮৩, করুনারত্নে ৭৯, ডিকওয়েলা ৭৩*; সাউদি- ৬/৬৮, ওয়াগনার- ২/৭৫)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৫৭৮/১০
(ল্যাথাম- ২৬৪*, উইলিয়ামসন ৯১, টেইলর- ৫০, নিকলস ৫০; কুমারা-৪/১২৭)
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস: ২০/৩
(করুনারত্নে ১০; সাউদি ২/৭)