promotional_ad

টি-টুয়েন্টি সিরিজে খেলবেন আরিফুল?

আরিফুল হক
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


চলতি বছরের ফেব্রুয়ারিতে লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হকের। উইন্ডিজ সফরে ফ্লোরিডার সবশেষ টি-টুয়েন্টি ম্যাচে খেলেছিলেন তিনি।


এরপর জিম্বাবুয়ের বিপক্ষে গত নভেম্বরে টেস্ট অভিষেক হয় তার। সেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পর আর মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। এরই মধ্যে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।


promotional_ad

এই সিরিজে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই তিনি ছিলেন সাইড বেঞ্চে। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তাঁর খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন।


'আরিফুল অসাধারণ এক ক্রিকেটার। দুঃখজনকভাবে গত কয়েকটি খেলায় সে সুযোগ পায়নি। ফ্লোরিডায় শেষ টি-টোয়েন্টিতে ও খেলেছিল, যেটায় জিতে আমরা সিরিজ জিতে ছিলাম। ওই ম্যাচে সে ভালো করেছিল।'


'ওর খেলার ভালো সম্ভাবনা আছে (টি-টুয়েন্টি সিরিজে)। আমি আপনাদের একাদশ দেব না। তবে এটা বলতে পারি, ও কি করতে পারে তা দেখানোর সুযোগ পাওয়ার ভালো সম্ভাবনা আছে। ও হতাশ, ও খেলতে চায়। ও নিজেকে প্রমাণের সুযোগ পাবে।'


আরিফুলের কথার সূত্র ধরে বাংলাদেশ দলের প্রধান কোচ জানিয়েছেন বেঞ্চের প্রতিটি ক্রিকেটারের উপর তাদের বিশ্বাস আছে। বাংলাদেশের বেঞ্চে থাকা ক্রিকেটাররাও বিশ্বাস করে বেঞ্চে থাকা ক্রিকেটাররাও ভালো।


'আমি সব সময় বেঞ্চের খেলোয়াড়দের কথা বিশেষভাবে বলি, কারণ এটা সহজ জায়গা নয়। আমরা আনন্দিত খুব ভালো কিছু ছেলেদের দলে পেয়েছি যারা জানে, বেঞ্চে থাকা খেলোয়াড়রাও ভালো ক্রিকেটার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball