promotional_ad

দুশ্চিন্তা বাড়াচ্ছে সাকিবের ইনজুরি

সাকিব আল হাসান
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


আঙুলের ইনজুরি থেকে ফেরার পর উইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে নিজের ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।


এই কারণে সিরিজের প্রথম টেস্টে তার খেলা না খেলার সিদ্ধান্তের জন্য ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল নির্বাচকদের। কাকতালীয় ভাবে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের আগেও একই ধরণের পরিস্থিতিতে পড়েছেন বাংলাদেশ দলের নির্বাচকরা।


promotional_ad

টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে টাইগার পেসার সাইফুদ্দিনের একটি বল নেটে ফেরাতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাকিব। ফলে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।


সাকিব চোটে পড়ায় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হয়ে এসেছিলেন দলের প্রধান কোচ স্টিভ রোডস। তিনি জানিয়েছেন সাকিবের অবস্থা এখন বেশ ভালো।


'সে ভালো অনুভব করছে। সাইফুদ্দিনের বলে সে পায়ে ছোটো একটি চোট পেয়েছে। সে (সাইফুদ্দিন) তাকে (সাকিব) একটি ইনসুইং ইয়র্কার করেছিল। আসলে ভালো বল। যা তাঁর গোড়ালিতে আঘাত করেছিল। আঘাতের পরই তার পায়ে বরফ দেয়া হয়।'


বাংলাদেশ দলের কোচ আশা প্রকাশ করেছেন সাকিবের এই চোট নিয়ে কোনো ইস্যু হবে না। মূলত, বিশ্রামে থাকার কারণেই সাকিব কোচকে সংবাদ সম্মেলনে আসতে অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন রোডস।


'আশা করি কাল এটি নিয়ে কোনো ইস্যু তৈরি হবে না। সে আমাকে সংবাদ সম্মেলনে আসতে অনুরোধ করেছে, আমি অবশ্য কিছু মনে করিনি (হাসি)।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball