টি-টুয়েন্টি সিরিজ ছাপিয়ে ব্র্যাথওয়েটের চোখ বিপিএলে

ছবি: কার্লোস ব্র্যাথওয়েট

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে রবিবার মাঠে নামছে উইন্ডিজ দল। আসন্ন এই টি-টুয়েন্টি সিরিজকে বিপিএলের প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।
বিপিএলে প্রতিবারের মতো এবারও বেশ কয়েকজন ক্যারিবিয়ান ক্রিকেটার মাঠ মাতাবেন। শনিবার, সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ব্র্যাথওয়েট জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ভালো করলে সেই ধারা বিপিএলেও ধরে রাখা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

'এটা সবসময় ভালো করতে সাহায্য করে। আমরা যদি এখানে তিনটি খেলায় ভালো করি তাহলে বিপিএলে আমরা এই ধারা ধরে রাখতে পারবো। তারপর আপনি আপনার ফ্র্যাঞ্চাইজির জন্য যোগ্য খেলোয়াড় হতে পারবেন।'
বিপিএলের সবশেষ আসরে খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন এই ক্যারিবিয়ান তারকা। আগামী ৫ জানুয়ারী মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। সেই আসরের আগে ব্র্যাথওয়েটকে রিটেইন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
ব্র্যাথওয়েট মনে করেন বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ভালো করে বিপিএলে ফর্ম ধরে রাখতে পারলে ফ্র্যাঞ্চাইজি তাঁর সাথে আবারও চুক্তি নবায়ন করবে। তাছাড়া, শুধু বিপিএলের জন্য পারফর্ম করতে চান না ব্র্যাথওয়েট। তিনি পারফর্মেন্স করতে চান তাঁর পরিবার ও ভক্তদের জন্যও।
'এটি আপনাকে আগামী বছরগুলোর জন্য চুক্তির সুযোগ করে দিবে। তবে এটা শুধু বিপিএলের জন্য না। এটি আমার পরিবার ও ভক্তদের জন্য।'