promotional_ad

টানা তিন টেস্ট খেলা চ্যালেঞ্জিংঃ নান্নু

বাংলাদেশ দল, সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। লম্বা সফরের আগে নিউজিল্যান্ডের কন্ডিশন ও ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে বাড়তি চিন্তা দিতে হচ্ছে নির্বাচকদের। সচরাচর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সুযোগ না বাংলাদেশের, যার কারণে ক্রিকেটাররাও টানা দীর্ঘপরিসরের ক্রিকেটের সাথে অভ্যস্ত নয়।


তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সুযোগ খুব একটা হয়ে ওঠে না বাংলাদেশের। ১৮ বছর টেস্ট ক্রিকেট খেলে এখন পর্যন্ত মাত্র ৩টি ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সর্বশেষে ২০১৪-১৫ সালে, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো বাংলাদেশ। এছাড়া ২০০৭ সালে শ্রীলঙ্কা সফর ও ২০০৩ সালে পাকিস্তান সফরে ৩টি টেস্ট খেলার সুযোগ হয়েছিলো। 



promotional_ad

নিউজিল্যান্ড চতুর্থবারের মত ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সাকিবের বাংলাদেশ। রবিবার মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, 'আমাদের ওখানে তিনটা টেস্ট ম্যাচ আছে। আমরা অনেক দিন পর তিনটা টেস্ট ম্যাচের একটা সিরিজ পেয়েছি। এটা কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং।' 


'আমরা কিন্তু টানা দীর্ঘ পরিসরের ক্রিকেটে এত গুলো ম্যাচ খেলি না। আমাদের এই প্লেয়াররা কিন্তু তিনটা টেস্ট ম্যাচ কখনো খেলি নি। সে হিসেবে প্লেয়ারদের ফিট থাকার জরুরী। পুরোপুরি ফিটনেস না থাকলে পারফর্ম করাও কঠিন।'  


তবে দেশটি নিউজিল্যান্ড বলেই আলাদা করে চিন্তা করতে হচ্ছে নির্বাচকদের। নিউজিল্যান্ডের এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ভ্রমণ ও অচেনা কন্ডিশনের সাথে নিজেকে মানিয়ে নেয়া সহজ নয়। ক্লান্তি ও অবসাদের কাছে পরাজিত হওয়া বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নতুন নয়। তাই নিউজিল্যান্ডের জন্য দল নির্বাচকে মাঠের পারফর্মেন্সের সাথে শারীরিক ও মানসিক ফিটনেসের বিষয়টিও ভাবনায় রাখতে হবে।



'যেটা বললাম তিনটা টেস্ট আছে। ফিটনেসটা ধরে রাখা তো অনেক বিরাট ব্যাপার। আর ওখানে আমাদের মত অল্প ভ্রমণ করেই ম্যাচ খেলা হবে না। সেখানে কিন্তু অনেক অনেক বেশি সফর করতে হয়। ফিটনেসটা ঠিক থাকলে ভালো করবো। 


'এটা আমাদের মাথায় আছে। টিম ম্যানেজমেন্টের সাথে বসে এটাই ঠিক করা হবে, কি ধরনের খেলোয়াড় নেয়া যায়। সেখানে ফাস্ট বোলারদের কথা ভাবতে হবে কারণ সেখানকার কন্ডিশন ফাস্ট বোলারদের সাহায্য করে,' বলেছেন প্রধান নির্বাচক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball