লাথামের শতকে বড় সংগ্রহের পথে কিউইরা

ছবি: টম ল্যাথাম, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন দুর্দান্ত একটি শতক হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান টম লাথাম। তাঁর অপরাজিত ১২১ রানের অনবদ্য ইনিংসটির কল্যাণেই ২ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করেছে কিউইরা।
ফলে ৮ উইকেট হাতে রেখে লঙ্কানদের থেকে ২৯ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। লাথাম ছাড়াও দারুণ ব্যাটিং করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেইলর। ৯১ রান করে উইলিয়ামসন শতক বঞ্চিত হলেও ৫০ রানে অপরাজিত আছেন টেইলর। এছাড়াও আরেক ওপেনার জিত রাভাল খেলেছেন ৪৩ রানের একটি ইনিংস। লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া ডি সিলভা এবং লাহিরু কুমারা ১টি করে উইকেট পেয়েছেন।
এদিন ৯ উইকেটে ২৭৫ রান নিয়ে খেলা শুরু করে আর বেশিদূর যেতে পারেনি শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে আর মাত্র ৭ রান যোগ করেই অলআউট হয়ে যায় তারা। শেষ ব্যাটসম্যান হিসেবে লাহিরু কুমারাকে ফিরিয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেন কিউই পেসার টিম সাউদি।

আগের দিনই লঙ্কানদের ব্যাটিং লাইন আপে ধ্বস নামিয়েছিলেন ৩০ বছর বয়সী এই পেসার। সাউদি ছাড়াও ২টি উইকেট নিয়েছেন নিল ওয়াগনার। আর ১টি করে উইকেট নিতে সক্ষম হয়েছেন ট্রেন্ট বোল্ট এবং কলিন ডি গ্র্যান্ডহোম।
এর আগে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম দিন ২৭৫ রান সংগ্রহ করেছিলো সফরকারী শ্রীলঙ্কা। দলটির পক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউস সর্বোচ্চ ৮৩ রান করেছিলেন। এছাড়াও ৮০ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। সঙ্গীর অভাবে ইনিংস বড় করা হয়নি তাঁর। ৭৯ রানের আরেকটি ইনিংস এসেছে দিমুথ করুনারত্নের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ৩১১/২ (লাথাম- ১২১*, টেইলর- ৫০* ; কুমারা-১/৭৯, ধনঞ্জয়া- ১/৩০)
শ্রীলংকা (প্রথম ইনিংস): ২৮২/১০ (৯০ ওভার), (ডিকওয়েলা ৭৩*, করুনারত্নে ৭৯, ম্যাথিউস ৮৩; সাউদি- ৬/৬৮, ওয়াগনার- ২/৭৫)