promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পিছিয়ে ক্যারিবীয়রা, অধিনায়কের স্বীকারোক্তি

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজ দলের ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে একথা বলেছেন অধিনায়ক রভম্যান পাওয়েল।


টেস্টের পর ওয়ানডে সিরিজের হার উইন্ডিজ দলের সামর্থ্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়াই করে হারলেও বাংলাদেশের বিপক্ষে খুব একটা প্রতিযোগিতা করতে পারেনি রভম্যান পাওয়েলের দল। 



promotional_ad

প্রথম ম্যাচে পাঁচ উইকেটের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে শেষ ওভার পর্যন্ত লড়াই করে জয়ের দেখা পায় সফরকারীরা। তবে সিলেটের মাঠে শেষ ম্যাচে এসে সেই পুরনো উইন্ডিজদের দেখা গেলো। 


ব্যাটে বলে বাংলাদেশি আগ্রাসনের কাছে টিকতেই পারলো না সফরকারীরা। আট উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের, একই সাথে টেস্টের পর হারতে হলো ওয়ানডে সিরিজও, যা উইন্ডিজদের টানা ১৭তম ওয়ানডে সিরিজে হার। 


'আমাদের অনেক ইস্যুর সমাধান খুঁজতে হবে। আমাদের নেটে ফিরতে হবে, কঠোর পরিশ্রম করে যেতে হবে। আমরা উন্নতি করছি। আমাদের এখন আন্তর্জাতিক গতির সাথে তাল মিলাতে হবে,' ম্যাচ শেষে বলেছেন উইন্ডিজ কাপ্তান রভম্যান পাওয়েল।



এদিকে শেষ ম্যাচে সিরিজ জুড়ে সফল ফাস্ট বোলার ওশান থমাসকে বাইরে রেখে স্পিন বোলিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনকে সুযোগ দিয়েছে ক্যারিবিয়রা। দলে বাড়তি স্পিনার নিতেই নাকি থমাসের না থাকা, জানিয়েছেন পাওয়েল। 'ওশানের না থাকা হতাশার। আমরা একজন বাড়তি স্পিনার চেয়েছিলাম।'


ওয়ানডে সিরিজে উইন্ডিজদের ইতিবাচক দিক খুঁজতে গেলে শাই হোপের নাম নিতে হবে। ওয়ানডে সিরিজে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যার কারণে সিরিজ সেরার পুরস্কারও মিলেছে হোপের। পাওয়েলের ভাষায়, 'হোপকে অনেক কৃতিত্ব দিতে হয়। সে দারুণ খেলেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball