promotional_ad

রোমাঞ্চে ভরা টেস্টে বিজয়ী ভারত

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাডিলেডে রোমাঞ্চ ছড়ানো টেস্টে শেষ পর্যন্ত জয়ী ভারত। স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩১ রানে পরাজিত করে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভিরাট কোহলির ভারত। পেসার-স্পিনারের দ্বৈত পারফর্মেন্সে শেষ মুহূর্ত অবধি রোমাঞ্চ ছড়িয়ে দেয়া ম্যাচে জয়ের মুখ দেখল সফরকারীরা।


ভারতের দেয়া ৩২৩ রানের লক্ষ্যের খুব কাছাকাছি গিয়েও পরাজয় নিয়ে ফিরে আসতে হয়েছে অজিদের। লক্ষ্য তাড়া করতে চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমেছিল টিম পেইনের দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় চতুর্থ দিন পিছিয়ে থেকেই শেষ করে অস্ট্রেলিয়া, তাঁদের স্কোর তখন ১০৪/৪।


এগিয়ে থেকে শেষ দিনের খেলা শুরু করে ভারত। দিনের শুরুতেই হেডকে ফিরিয়ে খেলার লাগাম ধরে ফেলা অস্ট্রেলিয়া, ইশান্ত শর্মার বলে ক্যাচ দিয়ে ১৪ রান করে মাঠ ছাড়েন হেড। খেলা চালিয়ে যান মার্শ, অধিনায়ক পেইনের সাথে জুটি গড়েন তিনি।


পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে ফেরেন মার্শ, ব্যক্তিগত ৬০ রান করে। এরপর প্যাট কামিন্সকে নিয়ে ধীরে ধীরে এগোতে থাকেন অজি অধিনায়ক। কিন্তু দলীয় ১৮৭ রানে সপ্তম উইকেট হারিয়ে গর্তে প্রায় অস্ট্রেলিয়া। দলীয় অধিনায়ক আউট হন ৪১ রানে, জাসপ্রিত বুমরাহর বলে ক্যাচ দিয়ে।


এরপর কামিন্স এবং মিচেল স্টার্কও চেষ্টা চালিয়ে যান জয়ের বন্দরে পৌঁছাতে। কিন্তু কামিন্সকে রেখে ২৮ রান করে শামির বলে বিদায় নেন স্টার্ক। এরপর আড়াইশ পর্যন্ত দলীয় সংগ্রহ পৌঁছে যায়, নাথান লায়ন এবং কামিন্সের জুটিতে।


২৮ রান করে দলকে খাঁদে ফেলে দিয়ে সাজঘরে ফিরে যান কামিন্স, দলের সংগ্রহ তখন ২৫৯/৯। কিন্তু জস হ্যাজেলউডকে নিয়ে লড়াই চালিয়ে যান লায়ন। ভারতের মাঠা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় শেষ উইকেট জুটি।


এক পর্যায়ে ভারতের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন লায়ন-হ্যাজেলউড। কিন্তু ৩২ রানের জুটি গড়ার পর রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত এক বলে ক্যাচ তুলে দেন হ্যাজেলউড (১৩)। শেষ হয়ে যায় রোমাঞ্চ ছড়ানো অ্যাডিলেড টেস্ট।



promotional_ad

৩৮ রান নিয়ে অপরাজিত থাকেন লায়ন। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অশ্বিন, বুমরাহ এবং শামি। ৩১ রানে জয়ী হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে এগিয়ে যায় ভারত।


এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ভারত অজি বোলারদের তোপের মুখে পড়েছিলেন। নিয়মিত উইকেট হারিয়ে যখন কোণঠাসা ভারত, তখন চেতেশ্বর পুজারা দলকে লড়াই করার পুঁজি এনে দেন। একাই খেলেছেন তিনি, হাঁকিয়েছেন শতকও। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ১২৩ রানের ইনিংসটি তাঁর।


তাঁর ব্যাটিংয়েই ২৫০ রানের সংগ্রহ পায় ভারত। অজিদের হয়ে তিনটি উইকেট নিয়েছিলেন হ্যাজেলউড এবং লায়ন, স্টার্ক ও কামিন্স পেয়েছেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের ব্যাটিং বিপর্যয়ে ২৩৫ গুঁটিয়ে যায় তাঁরা।  


দলের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছিলেন হেড। ভারতের হয়ে তিনটি করে উইকেট পেয়েছিলেন অশ্বিন এবং বুমরাহ। দুইটি অরে নিয়েছিলেন ইশান্ত শর্মা এবং শামি।


লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন লোকেশ রাহুল। এরপর আবারও পুজারা খেলেন ৭১ রানের ইনিংস, তাঁর সাথে সঙ্গ দিয়ে ৭০ রানের ইনিংস খেলেন আজিঙ্কা রাহানে। সব উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে ভারত এবং স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৩ রানের।


অস্ট্রেলিয়ার হয়ে একাই ছয় উইকেট তুলে নেন লায়ন এবং দুই পেয়েছেন স্টার্ক।


সংক্ষিপ্ত স্কোরঃ


টসঃ ভারত



ভারত প্রথম ইনিংসঃ ২৫০ অল আউট, (৮৮ ওভার); (পুজারা ১২৩); (হ্যাজেলউড ৩/৫২) 


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ২৩৫ অল আউট, (৯৮.৪ ওভার); (হেড ৭২); (বুমরাহ ৩/৪৭)


ভারত দ্বিতীয় ইনিংসঃ ৩০৭/ অল আউট, (১০৬.৫ ওভার); (পুজারা ৭১, রাহানে ৭০); (নাথান লায়ন ৬/১১২)


অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ২৯১ অল আউট  (১১৯.৫ ওভার); (মার্শ ৬০, পেইন ৪১); (শামি ৩/৬৫)


ফলাফলঃ ভারত ৩১ রানে জয়ী।


ম্যাচ সেরাঃ চেতেশ্বর পুজারা



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball