জীবন পেলেন ব্রাভো

ছবি: ড্যারেন ব্রাভো

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোর-
উইন্ডিজঃ ১/৫৬ (১৬ ওভার) (হোপ-৩০*, ব্রাভো- *১৪)
টস- উইন্ডিজ (ব্যাটিং)
ব্রাভোকে জীবন দিলেন আরিফুলঃ

১৬তম ওভারের প্রথম বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তোলেন ড্যারেন ব্রাভো। কিন্তু সেই ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন বদলী ফিল্ডার আরিফুল হক। ফলে ১৪ রান করা ব্রাভো জীবন পেয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজদের বর্তমান স্কোর ১ উইকেটে ৫৬ রান।
সাকিবের প্রথম আঘাতঃ
অষ্টম ওভারে বোলিংয়ে এসে ক্যারিবিয়ান ওপেনার কাইরন পাওয়েলের উইকেটটি তুলে নেন টাইগার স্পিনার সাকিব আল হাসান। সাকিবের করা ওভারের শেষ বলটি তুলে মারতে গিয়ে ঠিক মতো ব্যাটে বলে না হওয়ায় রুবেল হোসেনের হাতে ধরা পড়েন তিনি।
শুরুতেই বোলিংয়ে মিরাজঃ
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল। এরপর বোলিং করতে নেমে প্রথম ওভারটিই শুরু করেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। মিরাজের প্রথম ওভার থেকে ক্যারিবিয়ানরা নিয়েছিলো ২রান।
বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
উইন্ডিজ একাদশঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, কাইরন পাওয়েল, দেবেন্দ্র বিশু, কিমো পল, ওশানে থমাস, কিমার রোচ।