স্পিনার দিয়ে খেলা শুরু করলেন মাশরাফি

ছবি: মেহেদি হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোর-
উইন্ডিজঃ ২/০ (প্রথম ওভার) (পাওয়েল- ২*, হোপ- ০*)
টস- উইন্ডিজ (ব্যাটিং)

শুরুতেই বোলিংয়ে মিরাজঃ
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং করতে নেমেছে সফরকারী উইন্ডিজ। আর টাইগারদের পক্ষে প্রথম ওভারটিই মেহেদি হাসান মিরাজকে দিয়ে করিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরাজের প্রথম ওভার থেকে ক্যারিবিয়ানরা নিয়েছে ২রান। বর্তমানে ক্রিজে অপরাজিত আছেন দুই ওপেনার কাইরন পাওয়েল (২) এবং শাই হোপ (০)।
বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
উইন্ডিজ একাদশঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, কাইরন পাওয়েল, দেবেন্দ্র বিশু, কিমো পল, ওশানে থমাস, কিমার রোচ।