promotional_ad

একাদশে তিন পেসার নিয়ে নামছে টাইগাররা

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


একটু পরেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে উইন্ডিজদের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচটিতে তিন পেসার নিয়ে আজ খেলতে নামছে টাইগাররা।


অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং মুস্তাফিজুর রহমানের সাথে তৃতীয় পেসার হিসেবে আজ থাকছেন রুবেল হোসেন।  অপরদিকে সাকিব আল হাসানের সাথে স্পিন আক্রমণ সামলানোর দায়িত্বে থাকছেন মেহেদি হাসান মিরাজ। 


অপরদিকে প্রস্তুতি ম্যাচে দারুণ একটি শতক হাঁকানোর পর টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে ওপেনার সৌম্য সরকারের ওপর। তামিমের সঙ্গী হিসেবে আজ নামতে দেখা যেতে পারে।



promotional_ad

পাশাপাশি অবশ্য একাদশে আছেন ইমরুল কায়েসও। সুতরাং ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে পারেন তিনিও। এছাড়া ব্যাটিংয়ের শক্তি বাড়াতে একাদশে রাখা হয়েছে লিটন কুমার দাসকেও। ধারণা করা যাচ্ছে মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামবেন তিনি। 


অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলা মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি এবং আরিফুল হক বাদ পড়েছেন একাদশ থেকে। 


এদিকে উইন্ডিজদের একাদশে আজ খেলছেন ড্যারেন ব্রাভো এবং রস্টন চেজ। জ্যাসন হোল্ডার এবং ফাবিয়ান অ্যালেনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাঁরা। 


বাংলাদেশ একাদশঃ 



মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 


উইন্ডিজ একাদশঃ


রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, কাইরন পাওয়েল, দেবেন্দ্র বিশু, কিমো পল, ওশানে থমাস, কিমার রোচ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball