অধিনায়কত্ব ছাড়ার চিন্তা করছেন সরফরাজ?

ছবি: সরফরাজ আহমেদ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ এ টেস্ট সিরিজ হারার পর দীর্ঘ ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে আসার চিন্তা করছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
নিজের কারণে দল জয় বঞ্চিত হয় কিংবা যোগ্য কাউকে পাওয়া খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই সরে যাবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে ৩১ বছর বয়সী এই পাক ক্রিকেটার এই প্রসঙ্গে বলেছেন,

'যদি আমার কাছে মনে হয় যে আমি ভুল কিছু করছি এবং যদি পাকিস্তান দল না জেতে আমার কারণে, তাহলে আমি এখান থেকে সরে আসার চিন্তা করবো। আর যদি এমন কেউ থাকে যে পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার যোগ্য তাহলে অবশ্যই আমি সরে যাবো।'
তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নতুন অধিনায়ক নিয়োগ না দেয়াকেই উপযুক্ত বলে মনে করছেন সরফরাজ। দলের ভালোর জন্যেই মূলত চলতি মাস থেকে শুরু হতে যাওয়া সিরিজটিতে অধিনায়ক থাকতে চান তিনি। বলেছেন,
'দেখুন যখন কোনও সিরিজ পরাজয় আসে তখন অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠেই। তবে দক্ষিণ আফ্রিকা সফরের আগে যদি আপনি এমনটি ভাবেন, তাহলে এটি দলের জন্য মঙ্গলজনক হবে না।'
উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষেও ২-০ তে টেস্ট সিরিজ হেরেছিলো পাকিস্তান। সবমিলিয়ে বর্তমানে ১০টি টেস্ট ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ৫টিতেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে সরফরাজ আহমেদকে।