promotional_ad

আশরাফুলদের ম্যাচে চূড়ান্ত অনিয়মের অভিযোগ

আশরাফুল, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচে চরম অনিয়মের খবর পাওয়া গেছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে মধ্যাঞ্চলের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে ওভার রেট কমিয়ে আনার অভিযোগ তুলেছে পূর্বাঞ্চল। 


টানটান উত্তেজনার ম্যাচে শেষ দিনের খেলায় ৯০ ওভারের জায়গায় মাত্র ৭৩ ওভার বল করেছে মধ্যাঞ্চল। ইচ্ছাকৃতভাবে ম্যাচ ড্র করতেই নাকি এই পথ বেঁছে নিয়েছে মধ্যাঞ্চল। জানা গেছে, ম্যাচের শেষ ঘণ্টায় মাত্র ৬ ওভার বল করেছে মধ্যাঞ্চল, দিনের তৃতীয় সেশনে মাত্র ১৯.২ ওভার।


পরবর্তীতে জয়ের জন্য মাত্র ৬ রান দূরে থাকা অবস্থায় আম্পায়াররা আলোক স্বল্পতার কারণে ম্যাচ ড্র ঘোষণা করে। আম্পায়ারদের এমন সিদ্ধান্তও বিতর্কের জন্ম দিয়েছে। 



promotional_ad

নির্ধারিত সময়ের মাত্র ৭ মিনিট বেশি হওয়াতেই ম্যাচ বন্ধ করে আম্পায়াররা, অথচ জয়ের জন্য তখন মাত্র ৬ রান দূরে পূর্বাঞ্চল। আম্পায়ার ও প্রতিপক্ষ দলের এমন অপেশাদারি আচরণের প্রতিবাদও করেছে পূর্বাঞ্চল। বগুড়া স্টেডিয়ামে পূর্বাঞ্চলের ক্রিকেটাররা এর প্রতিবাদে ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসেছিল।


'প্রতিপক্ষ ওভার রেট কমিয়ে ফেলেছে, ম্যাচ বাঁচানোর জন্য। আম্পায়ারের উচিত ছিল মাঠে আরও কঠোর হওয়া। ওরা একদিনে মাত্র ৭৩ ওভার বল করেছে, যেখানে ৯০ ওভার বল করার কথা। আম্পায়ারদের আরও পেশাদার হওয়া উচিত,' ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন পূর্বাঞ্চলের অন্যতম সদস্য মোহাম্মদ আশরাফুল।


মিল্টন আহমেদ, মধ্যাঞ্চলের ম্যানেজারও আম্পায়ারদের সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, 'আমরা আম্পায়ারকে বলেছে আলো পরীক্ষা করতে, আমাদের উইকেট কিপার বল দেখছিল না। ওরা পাঁচটা সাত মিনিট পর্যন্ত খেলেছে যেটা আমাদের দেশে খুবই বিরল। আমাদের কেন কম আলোয় খেলতে হবে? এখানে যদি এমন আম্পায়ারিং হয়, তাহলে আমাদের কিছু বলার নেই।' 


এদিকে ম্যাচ রেফারি বেলায়েত হোসাইনের অভিযোগ, দুই দলই ম্যাচের চতুর্থ দিন অনেক সময় নষ্ট করেছে। যার কারণে ম্যাচ আলো স্বল্পতার কারণে বন্ধ করতে বাধ্য হয় কর্তব্যরত আম্পায়াররা। তাঁর ভাষায়, 'দুই দলই মাঠে সময় নষ্ট করেছে, যার কারণে ম্যাচ দেরিতে শেষ হয়েছে। আম্পায়াররা ঠিক সময়েই ম্যাচ শেষ করেছে। কারণ আলো স্বল্পতা দেখা দিয়েছিল।'



ম্যাচটিতে জয়ের জন্য মধ্যাঞ্চলের দেয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমেছিল পূর্বাঞ্চল। বড় রান তাড়া করতে নেমে ২৫ রানেই দুই উইকেট হারায় আশরাফুলরা। সেখান থেকে শেষ দিনে একের পর এক জুটি গড়ে অবিশ্বাস্য জয়ের পথেই এগোচ্ছিল পূর্বাঞ্চল। মোহাম্মদ আশরাফুল এবং মাহমুদুল হাসান দুর্দান্ত ব্যাটিং করে স্মরণীয় জয়ের সুযোগ সৃষ্টি করেন। আশরাফুল অর্ধশত হাঁকিয়ে আউট হলেও মাহমুদুল ও তাসামুল জুটি গড়ে রান বাড়াতে থাকেন। সেঞ্চুরি পার্টনারশিপে জয়ের স্বপ্ন আরও জোরদার করে এই জুটি। মাহমুদুল ক্যারিয়ারের প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি তুলে নিলেও স্থায়ী হয়নি তাসামুলের ইনিংস, ১১৫ বলে ৩৫ রানের সময় উপযোগী ইনিংস খেলে আউট হন তিনি। 


পরবর্তীতে মাহিদুলের সাথে জুটি গড়ে ৪৪ রান করেন মাহমুদুল, ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ২৮৪ রানে পৌঁছে দিয়ে সাজঘরে যান তিনি। সেখান থেকে ২৯৩ রান তুলতে সাত উইকেটের দলে পরিনত হয় পূর্বাঞ্চল। শহিদুলের বোলিংয়ে ঘুরে দাঁড়ায় মধ্যাঞ্চল। তবে দুই বিশেষজ্ঞ বোলার ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ায়। এনামুল হক জুনিয়র এবং আবু জায়েদ যথাক্রমে ১৬ এবং ১৪ রান যোগ করলে জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে যায় পূর্বাঞ্চল। জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আলোক স্বল্পতার কারণ দেখিয়ে ম্যাচ ড্র ঘোষণা করা হয়, তখনও দিনের ১৫.৪ ওভার বাকি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball