শেষটা ভালো হোক, মাশরাফির চাওয়া

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৮ সালের শেষ ওয়ানডে সিরিজ জয় দিয়ে শেষ করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চলতি বছর বাংলাদেশ দল ১৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১১টিতেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
অংশ নেয়া দুটি বহুজাতীয় টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে মাশরাফিরা। শিরোপা জয়ের আক্ষেপ থাকলে সব মিলিয়ে ২০১৮ সালে বাংলাদেশ ওয়ানডে দলের পারফর্মেন্স অধিনায়ককে সন্তুষ্টি দিচ্ছে।

শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, 'এই বছরে আমাদের পারসেন্টেজ অনেক ভালো, স্রেফ দুইটা ফাইনাল বাদ দিলে। অবশ্যই এখানে একটা ফাইনাল জিততে পারলে ভালো হত, বিশেষ করে এশিয়া কাপ ফাইনাল।'
বাংলাদেশ দল চলতি বছরের আগস্ট মাসে উইন্ডিজদের তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে। ২-১ ব্যবধানের সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে একই প্রতিপক্ষকে পাচ্ছে বাংলাদেশ।
এবার উইন্ডিজদের বিপক্ষে আরও বড় ব্যবধানে জয় চাইবে বাংলাদেশ। বছরের শেষ ওয়ানডে সিরিজে জয় তুলে নিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে চায় মাশরাফি।
তাঁর ভাষায়, 'এছাড়া আমার কাছে মনে হয় এই বছর রেটিং খুব ভালো আছে। আর অবশ্যই, ভালোভাবে শেষ করতে পারলে খুব ভালো হবে। বিশেষ করে সামনের বছর শুরু থেকে অনেক চ্যালেঞ্জ আছে। শেষটা ভালো করলে এই বছরটা খুব ভালো যাবে।'