২০০তম ম্যাচও গুরুত্ব পাচ্ছে না মাশরাফির কাছে!

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রবিবার ওয়ানডে ক্রিকেটে নিজের ২০০ তম ম্যাচ খেলতে নামছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। উইন্ডিজদের বিপক্ষে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস।
তবে দারুণ এই অর্জনের বিষয়টি একেবারেই মনে ছিলো না মাশরাফির! প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে নির্লিপ্ত থেকেই এই কথাটি জানিয়েছেন তিনি।

এই ব্যাপারগুলোকে খুব একটা গুরুত্বও অবশ্য দিচ্ছেন না টাইগার কাপ্তান। বরং তাঁর কাছে বেশি গুরুত্ব পাচ্ছে রবিবারের ম্যাচটি জেতা। এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেছেন,
'ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এই গুলো আমাকে তেমন টানে না করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের ম্যাচটা জেতা।'
তবে যত যাই বলুন না কেন, ২০০ ম্যাচ খেলার অনুভূতিটি যে অসাধারণ সেটি স্বীকারও করে নিয়েছেন মাশরাফি। বিশেষ করে অবসরের পর এই কীর্তির কারণেই তাঁকে মনে রাখবে মানুষ বলে বিশ্বাস করছেন টাইগার কাপ্তান। তাঁর ভাষ্যমতে,
'এইদিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে অন্তত ২০০তম ম্যাচ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছো। এটা অবশ্যই একটা অর্জন। ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে।'