উইন্ডিজ 'মাসল পাওয়ারে' সতর্ক মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বেশ সতর্ক অবস্থানে আছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশের চেয়ে পারফর্মেন্সের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও মাশরাফির বিশ্বাস যেকোনো সময়ে ম্যাচ ঘুরিয়ে দেয়ার মতো ক্রিকেটার আছে ক্যারিবিয়ানদের দলটিতে।

বিশেষ করে উইন্ডিজ দলের অনেক ক্রিকেটারই শক্তিমত্তা তথা পেশি শক্তির দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশের থেকে।
এই তালিকায় আছেন মারলন স্যামুয়েলস, কার্লোস ব্র্যাথওয়েট, শাই হোপ এবং শিমরন হেটমায়ারের মতো ব্যাটসম্যানেরা। মূলত এই বিষয়টিই ভাবাচ্ছে নড়াইল এক্সপ্রেসকে,
'ওয়েস্ট ইন্ডিজের মাসল পাওয়ার অনেক বেশি। এই ধরনের ফরম্যাটে একজন দুইজন কিন্তু খেলা পরিবর্তন করতে দিতে পারে', বলেছেন মাশরাফি।
ফরম্যাট পরিবর্তন হওয়ার সাথে সাথে উইন্ডিজরাও যেকোনো মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন টাইগার কাপ্তান। তাঁর ভাষ্যমতে,
'এই জায়গাটায় ওদের কয়েকজন আছে এমন যে তান্ডব চালাতে পারে। আমাদের ওদের বিপক্ষে এই বিষয়টি খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। তবে আসলে তিনটা ম্যাচের ক্ষেত্রে তো এখনই বলা যায় না। ওদের জন্য ফরম্যাট যত ছোট হবে তত বেশি তারা ভালো খেলবে'।