নতুন কোচ পাচ্ছে শ্রীলঙ্কা

ছবি: স্টিভ রিক্সন, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ রিক্সনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
চুক্তি অনুযায়ী নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে চলতি মাসের ২৪ তারিখেই লঙ্কানদের সাথে যোগ দিবেন রিক্সন। মনোজ অ্যাবিউইকরামার পরিবর্তে লঙ্কানদের দায়িত্ব গ্রহণ করবেন এই অজি।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুটি ম্যাচে দলের সাথে থাকবেন উইকরামা। এর পর দেশে ফিরে শ্রীলঙ্কা 'এ' দলের দায়িত্ব নিবেন তিনি।
বর্তমান ক্রিকেট বিশ্বে ফিল্ডিং কোচ হিসেবে যথেষ্ট সুখ্যাতি রয়েছে ৬৪ বছর বয়সী রিক্সনের। দীর্ঘ দিন থেকে কোচিং পেশায় নিয়োজিত থাকা এই অভিজ্ঞ কোচ দায়িত্ব পালন করেছেন পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ফিল্ডিং কোচ হিসেবেও।
তাঁর তত্ত্বাবধানে ফিল্ডিংয়ে দারুণ উন্নতি করেছে এই দল দুটি। পাশাপাশি অস্ট্রেলিয়ার সহকারি কোচ হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে এই অজির।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, রিক্সন কোচ হিসেবে দায়িত্বে চিলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও। সুতরাং সবমিলিয়ে এই অভিজ্ঞ কোচের অন্তর্ভুক্তি অনেক বড় প্রাপ্তি হতে যাচ্ছে লঙ্কান ক্রিকেটের জন্য।