দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন মোহাম্মাদ আমির

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন দক্ষিন আফ্রিকা সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মাদ আমির। গেল সেপ্টেম্বরে দল থেকে বাদ পড়ার পর তিন মাস পর দলে ফিরলেন এই পেসার।


সেপ্টেম্বরে বাজে ফর্মের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ দেয়া হয়ে আমিরকে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও দলের বাইরে ছিলেন তিনি।


promotional_ad

আমিরের পাশাপাশি ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফখর জামান এবং লেগ স্পিনার শাদাব খান। সেই সঙ্গে দুই বছর পর টেস্ট দলে জায়গা হয়েছে উইকেট রক্ষক মোহাম্মাদ রিজওয়ানের।


অন্যদিকে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফেরও জায়গা হয়েছে স্কোয়াডে। তবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করা স্পিনার বিলাল আসিফকে দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে রাখে নি নির্বাচকরা।


এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মোহাম্মাদ হাফিজের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ওপেনার শান মাসুদ। আর কিউইদের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে ইনজুরিতে পরা পেসার মোহাম্মাদ আব্বাসও দলে ফিরেছেন। 


আর একই টেস্টে অভিষেক হওয়া তরুণ পেসার শাহিন আফ্রিদিও দলে জায়গা ধরে রেখেছেন। চলতি মাসের ২৬ তারিখ তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দক্ষিন আফ্রিকা এবং পাকিস্তান। 


পাকিস্তান স্কোয়াডঃ ইমাম উল হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলি, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক এবং উইকেট রক্ষক), মোহাম্মাদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মাদ আব্বাদ, হাসান আলি, মোহাম্মাদ আমির, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball