promotional_ad

ঝড়ের পূর্বাভাস

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সেঞ্চুরিতে নিজের আগমনী বার্তা জানান দিয়েছেন তামিম ইকবাল। বিকেএসপিতে বিসিবি একাদশের হয়ে ৭০ বলের আগ্রাসী সেঞ্চুরি করেছেন তিনি। উইন্ডিজ বোলারদের বিপক্ষে ইনিংসের শুরু থেকেই চড়াও হয়ে গা গরমের ম্যাচে সেঞ্চুরি আদায় করে নিয়েছেন তামিম। ইনিংস জুড়ে দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ, ক্যারিবিয়ান পুল, স্ট্রেইট ড্রাইভ খেলেছেন তিনি। আগ্রাসী মেজাজে স্টেপ আপ করে ফাস্ট বোলারদের বাউন্ডারি ছাড়া করেছেন, খেলেছেন রান তোলার দুর্দান্ত অভিপ্রায় নিয়ে। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকায় রান ক্ষুধা প্রকাশ পাচ্ছিলো তামিমের প্রতিটি শটে।


ইনিংসের শুরু থেকেই ব্যাটের মাঝখানটা খুঁজে নিয়ে রান করেছেন হাত খুলে। কিমার রোচ, ওশান থমাস, কিমো পলদের ছোড়া গতিময় বোলিংয়ের বিপক্ষে তামিমের লড়াই ছিলো উপভোগ্য। বিশেষ করে উইন্ডিজ তারকা ফাস্ট বোলার থমাস, যিনি গতিময় বোলিংয়ের জন্য পরিচিত, তামিম ও থমাসের লড়াইটি ছিলো ক্রিকেটপ্রেমীদের জন্য উপভোগ্য। 



promotional_ad

তবে শেষ হাসিটা হেসেছে তামিম। গতির তোয়াক্কা না করে ব্যাটিং করেছেন বিধ্বংসী মনোভাবে। ১৩টি চারের মার ৪টি ছক্কায় সাজানো তামিমের ইনিংসটি থেমেছে রস্টন চেইজের অফ স্পিনে, লেগ সাইডের বলটি খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়েছেন তিনি।


৭৩ বল খেলে টি-টুয়েন্টি ক্রিকেটে মানানসই ১৪৪ স্ট্রাইক রেটে ব্যক্তিগত ১০৭ রানের সময় আউট হন তামিম। সাজঘরে ফেরার আগে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ওয়ানডে সিরিজের প্রস্তুতি সেরে নিয়েছেন। 


তামিম ইকবালের সেঞ্চুরি ওয়ানডে সিরিজের আগে উইন্ডিজদের জন্য আগাম বার্তাবহন করছে বলা চলে। সফরকারী দলের ওয়ানডে অধিনায়ক রভম্যান পাওয়েল বলেছেন, 'আমার মনে হয় ইনিংসটি দারুন ছিলো। যে কোন উইকেট, যে কোন অবস্থায় সেঞ্চুরি বিশেষ কিছু। সব দিক থেকে ইনিংসটি দারুন ছিলো।'



তামিম ইকবাল গত সেপ্টেম্বরের ১৫ তারিখ এশিয়া কাপের প্রথম ম্যাচে কব্জির ইনজুরির শিকার হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন। ছিলেন না ঘরের মাঠের জিম্বাবুয়ে সিরিজেও। উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ফেরার কথা থাকলেও অনুশীলনের সময় পাঁজরের ব্যথা পান তিনি। যার কারণে টেস্ট সিরিজে তামিমকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশকে।


তবে সম্পূর্ণ ফিট তামিম ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। তার আগে ওয়ানডের ড্রেস রিহার্সাল বিকেএসপির মাঠে প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিতেই হয়ে গেলো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball