জনগণের জন্যই রাজনীতিতে মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দেশের মানুষের সেবা করার আজীবনের লালিত স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। আর সেই লক্ষ্য নিয়েই রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।
সাংবাদিকদের সাথে আলাপকালে মাশরাফি জানিয়েছেন বিশ্বকাপের পর পরই রাজনীতিতে নিজের নতুন ক্যারিয়ার শুরু করবেন। মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছুক টাইগার দলপতি এই প্রসঙ্গে বলেছেন,
'বিশ্বকাপের পর আমার ক্যারিয়ার যদি শেষ হয়, আগামী সাড়ে চার বছরে কি হবে আমি জানি না। আর আমার একটা সুযোগ এসেছে, যেটা আমি উপভোগ করি সবসময়, মানুষের সেবা করার। মাননীয় প্রধান মন্ত্রী একটা সুযোগ দিয়েছে আমাকে।'

রাজনীতিতে যোগ দিলে নিজের নড়াইল ফাউন্ডেশনের জন্যও কাজ করতে পারবেন বলে উল্লেখ করেছে মাশরাফি। বিশেষ করে নিজের এলাকার মানুষের জন্য কাজ করাটাই মূল ইচ্ছা তাঁর,
'আপনারা জানেন যে আমার একটা ফাউন্ডেশন আছে, আমার এলাকার জন্য কিছু কাজ করার। আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটি সুযোগ তাদের জন্য কাজ করার', বলেন মাশরাফি।
টাইগার অধিনায়ক আরও যোগ করেন, 'প্রথমত ধরেন, আমি যদি বিশ্বকাপ পর্যন্ত ধরেন, আমি যেটা চিন্তা করেছি... আর সাত থেকে আট মাস বাকি আছে। স্রেফ এখান থেকেই মনে হয়েছে, হয়তো সাড়ে সাত-আট মাস পর তো আবার জাতীয় নির্বাচন হবে না।'
নির্বাচনে যোগ দেয়ার ফলে অবশ্য ক্রিকেটে তেমন প্রভাব পড়বে না বলে বিশ্বাস করেন নড়াইল এক্সপ্রেস। তাঁর মতে সব কথার শেষ কথা হলো মাঠের পারফর্মেন্স। সেটি শুধু ক্রিকেটেই নয়, বরং প্রতিটি খেলাতেই। মাশরাফির ভাষ্যমতে,
'শুধু ক্রিকেট নয়, অন্য খেলাতেও আমাদের জন্য পারফর্মেন্সটা সবার আগে। বাংলাদেশ এখন আগের থেকে অনেক ভালো দল। সুযোগ সুবিধাও আগের থেকে অনেক বেশি আছে। আমার বিশ্বাস সামনে আরও এগিয়ে যাবে।'