টি-১০ ক্রিকেটকে অলিম্পিকে চান আফ্রিদি

ছবি: টি-১০ লীগে আফ্রিদি, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-১০ ক্রিকেটকে অলিম্পিকেও প্রবর্তন করার পক্ষে পাকিস্তানের সাবেক টি টুয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর মতে সময়ের কথা বিবেচনা করে এই ফরম্যাটটি যথেষ্ট উপযুক্ত অলিম্পিকের জন্য। পাশাপাশি টি-১০ ক্রিকেটের জনপ্রিয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি টি-১০ লীগের দ্বিতীয় আসরে পাখতুনসের হয়ে খেলা আফ্রিদি আরও জানিয়েছেন তাঁর কাছে এই ফরম্যাটের ক্রিকেটই দর্শকদের আগ্রহ বৃদ্ধিতে সহায়ক। আর এই কারণেই অলিম্পিকে টি-১০ ক্রিকেটের উদ্ভব করতে চান তিনি। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেছেন,
'আমি মনে করি অলিম্পিকে প্রচলন করার জন্য এটি সেরা ক্রিকেট। আমার মতে আপনি সেখানে খেলাটি নিয়ে যেতে পারবেন এবং বিশ্বে ক্রিকেটকে তুলে ধরতে পারবেন। ক্রিকেটকে উপস্থাপন করার জন্য এটি সুষ্ঠু ফরম্যাট বলে আমি মনে করি এবং আমরা সকলেই এটি উপভোগ করছি, এটাই হলো মূল বিষয়।'

ধুমধাড়াক্কা ক্রিকেটের আদর্শ ফরম্যাট টি-১০। এখানে বেশ শক্ত পরীক্ষার মুখেই পড়তে হয় বোলারদের। পাশাপাশি ব্যাটসম্যানেরাও নিজেদের দক্ষতা তুলে ধরতে পারেন বিশ্ব দরবারে। তাই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারদর্শী আফ্রিদির ভোট পাচ্ছে এই ফরম্যাটটি।
'বোলারদের জন্য অনেক বড় একটি পরীক্ষা এটি। ব্যাটসম্যানেরা তাঁদের দক্ষতা দেখাতে পারে এবং আমি নিজেই কিছু দারুণ বিষয় প্রত্যক্ষ করেছি, কিছু দারুণ দক্ষতা এবং শট। আমি মনে করি টি-১০ এর আবির্ভাবে ক্রিকেটেও পরিবর্তন আসবে। এমনকি টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটেও এর মাধ্যমে পরিবর্তিত হবে। আমি মনে করি আপনি অবশ্যই এটি গ্রহণ করবেন সময়ের কথা ভেবে,' বলেন আফ্রিদি।
এদিকে আফ্রিদির পাশাপাশি টি-১০ ক্রিকেটের সমর্থনে কথা বলেছেন ইংলিশ ব্যাটসম্যান ইয়ন মরগানও। তাঁর মতে টি-১০ ক্রিকেট খেলতে সময় কম লাগে বিধায় অলিম্পিকে এই খেলাটির প্রচলন করাটা সহজই হবে। অলিম্পিক কমিটির কাছে এই বিষয়ে প্রস্তাব দেয়ারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। মরগানের ভাষ্যমতে,
'আমি মনে করি টি-১০ এমন একটি ফরম্যাট যেটি নিয়ে আপনি অলিম্পিক কমিটির কাছে প্রস্তাব দিতে পারেন। আপনি যদি টি ২০ খেলাগুলোর দিকে তাকান, দেখবেন যে এটি কিছুটা দীর্ঘ সময় ধরে চলে, সুতরাং আপনি যদি অলিম্পিকে এটি নিয়ে যেতে চান তাহলে হয়তো সেখানে দশটি কিংবা তার বেশি দলকে অংশগ্রহণ করাতে পারবেন যেটি কিনা চলবে পাঁচ থেকে ছয় সপ্তাহ। তবে দশ ওভারের ক্রিকেটে হয়তো সময় লাগবে মাত্র ৮ দিন।'
সূত্র- ক্রিকইনফো