promotional_ad

সৌম্য-সাদমান নাকি লিটন-সৌম্য

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইনজুরির কারণে ইমরুল কায়েস খেলতে পারবেন না ঢাকা টেস্টে। তাঁর পরিবর্তে ঢাকা টেস্টে অভিষেক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিকের। আর অনিকের টেস্ট অভিষেক হলে সাদা ফরম্যাটে নতুন ওপেনিং জুটি পেতে যাচ্ছে বাংলাদেশ।


যতদূর শোনা গিয়েছে ওপেনিংয়ে থাকছেন সৌম্য সরকার এবং সাদমান ইসলাম অনিক। তবে শেষ মুহূর্তে দলে লিটন দাস যোগ দেয়ার কারণে অনিকের অভিষেক হওয়া নিয়ে রয়েছে খানিকটা সংশয়।


কারণ হঠাৎ আঙ্গুলের ইনজুরিতে পড়ায় মুশফিকের উইকেটরক্ষকের দায়িত্ব পালনেও সৃষ্টি হয়েছে সংশয়। মুশফিক না খেললে লিটনের একাদশে থাকা নিশ্চিত। তবে সেক্ষেত্রে লিটনকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। 


কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান আবার জানালেন, লিটন যদি খেলেনও ওপেনিং এবং কিপিং দিয়ে বাড়তি চাপ দিতে চান না তাঁকে। সেক্ষেত্রে সাদমানকে আবার ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।  


promotional_ad

'ব্যাক-আপ হিসেবে রাখা হচ্ছে লিটনকে। কারণ যদি ব্যাথাটা বাড়ে, ফোলা থাকে ওইরকম কোন অসুবিধা হয়, তাহলে আমাদের ব্যাক-আপ পরিকল্পনা যেন ঠিক থাকে। এই কারণেই লিটনকে আনা। কিন্তু এখন পর্যন্ত আমি যতটুক জানি যে মুশফিক ভাই খেলবেন এবং দুইটাই করবেন। 


আমাদের ওপেনিং কারা করবে এটা আমরা মোটামুটি জানি। যদি মুশফিক ভাই না কিপিং করতে পারে, তা খুবই দুর্ভাগ্যজনক। যদি সেটা না পারে তাহলে লিটন কিপিং করবে। আর কিপিং করে ওপেন করাটা তাঁর জন্য খুবই কঠিন হবে।'


যদি লিটন মিডেল অর্ডারে খেলেন তাহলে কপাল পুড়তে পারে মোহাম্মদ মিঠুনের। তবে লিটন খেলছেন কি খেলছেন না সেটার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত।


তিন নম্বর পজিশনে দায়িত্ব পালন করবেন মমিনুল হক, চোটের কারণে শুধু মাত্র ব্যাটসম্যান হিসেবে খেললে মুশফিক থাকছেন চারে। মিঠুন বেঞ্চে বসে থাকলে সাকিব খেলবেন পাঁচ নম্বরে, মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন ছয়ে।


লিটন ওপেন না করলে সাত নম্বর পজিশনে ব্যাট করার জোর সম্ভাবনা রয়েছে তাঁর। বোলিংয়ে মেহেদি হাসান মিরাজের সঙ্গে ঘূর্ণির জাদু দেখাতে থাকছেন তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।


আর একাদশে একমাত্র পেসার খেলালে খালেদ আহমেদকে বসে থাকতে হবে বেঞ্চে। পেস বোলিংয়ে একাই দলকে নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান। 


বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ


সৌম্য সরকার, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস/মিঠুন আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball