সফলতা আছে, আছে চ্যালেঞ্জও

ছবি: সাকিব আল হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টে উইন্ডিজদের বিপক্ষে ২০ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের চার স্পিনার মিরাজ, তাইজুল, নাইম এবং সাকিব। বলা যায় চট্টগ্রামের স্পিন সহায়ক উইকেটের ফায়দা বেশ ভালোভাবেই লুটতে পেরেছিল সাকিব আল হাসানের দল।
কিন্তু এরপরেও সীমাবদ্ধতা কিছুটা থেকেই যাচ্ছে দলের। কেননা এক তাইজুল ইসলাম ছাড়া সেই টেস্টে দীর্ঘ সময় ধরে বোলিং করার মতো কাউকে পাননি অধিনায়ক সাকিব। আর সেই কারণে চার স্পিনার খেলানোকে কিছুটা চ্যালেঞ্জিং হিসেবেই মানছেন টাইগার দলপতি। ঢাকা টেস্টের আগের দিন সংবাদসম্মেলনে সাকিব বলেছেন,

'অবশ্যই আমি রোমাঞ্চিত, আমরা যে ধরনের জুটিতে বোলিং করতে পেরেছি। একই সাথে আমার কাছে মনে হয় একটু চ্যালেঞ্জিংও। কারণ স্পিনাররাও সব সময় চায় বড় স্পেল করার জন্য। যেটা আমি তাইজুল ছাড়া আর কাউকে দিয়ে করাতে পারিনি।'
উইন্ডিজদের বিপক্ষে প্রান্ত বদলে বোলিং করে ভালোই সফলতার পরিচয় দিয়েছিলেন টাইগার স্পিনাররা। আর এই বিষয়টিকেই এগিয়ে রাখছেন অধিনায়ক সাকিব। দলের প্রত্যেকেই নিজেদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন ভালো বোলিং করতে জানিয়ে তিনি বলেছেন,
'সবাই চেষ্টা করছে দলের প্রয়োজনে সবাই একটা উইকেট নিতে বা ভালো বোলিং করার। আর দেখতে আমার কাছে ভালো লেগেছে সব সময় দুইটি প্রান্ত থেকে আক্রমণ করতে পেরেছি, যেটা আমার কাছে মনে হয়েছে অনেক ভালো একটা দিক।'
প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বলেও জানিয়েছেন সাকিব। বিশেষ করে জুটি বেঁধে বোলিং করার ক্ষেত্রেই বেশি জোর দেয়া হবে উল্লেখ করে সাকিবের ভাষ্য,
'আমাদের চেষ্টা থাকবে এই টেস্টেও যেন দুই দিক থেকে আক্রমণ করতে পারি এবং জুটি বেঁধে ভালো বল করতে পারি। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়,, সাধারণত যে উইকেট হয়ে আসছে ওরকম যদি হয় তাহলে জুটিটি অনেক গুরুত্বপূর্ণ হবে।'