পাকিস্তানকে দুঃসংবাদ দিলেন আব্বাস

ছবি: মোহাম্মদ আব্বাস, গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামার আগে বড় একটি দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে।
কাঁধের ইনজুরির কারণে আবুধাবি টেস্টে খেলা হচ্ছে না ডানহাতি পেসার মোহাম্মদ আব্বাসের।

দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন ২৮ বছর বয়সী এই পেসার। আর এই চোটের কারণেই আগামী ম্যাচে থাকছেন না তিনি।
অবশ্য শুধু এই টেস্টেই নয়, শোনা যাচ্ছে আগামী দক্ষিণ আফ্রিকা সফরেও আব্বাসের খেলা অনিশ্চিত। ডানহাতি এই পেসারকে হারানো পাকিস্তানের জন্য যে বেশ বড় আঘাত তা বলাই বাহুল্য।
কারণ বল হাতে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক সৃষ্টি করতে যথেষ্ট পারদর্শী আব্বাস। ২০১৭ সালের এপ্রিলে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে মাত্র ১২টি টেস্টে ২.৩৪ ইকোনমি রেটে ৬১ উইকেট শিকার করে এরই চাক্ষুষ প্রমাণ দিয়েছেন তিনি।
উল্লেখ্য এর আগে আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৪ রানের জয় পেয়েছিল সফরকারী নিউজিল্যান্ড।
দুবাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টটি ১৬ রানে জিতে সিরিজে ফিরে এসেছিল পাকিস্তান। এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামী সোমবার মাঠে নামবে স্বাগতিকরা।