promotional_ad

সব ম্যাচে স্মিথকে পাচ্ছে না কুমিল্লা

স্টিভ স্মিথ, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার ব্যাপারটি এরই মধ্যে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। কুমিল্লার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় নিজের অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়েছেন তিনি। 


তবে স্মিথকে দলে ভেড়ালেও টুর্নামেন্টের শুরু থেকে খেলবেন না তিনি। বিপিএলে ঢাকা পর্বের প্রথম চারটি ম্যাচ শেষে দলের সাথে যোগ দিবেন এই অজি ব্যাটসম্যান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে এই প্রসঙ্গে বলেছেন,  



promotional_ad

'সে ঢাকা পর্বের প্রথম চারটি ম্যাচ পরে আসবে এবং দলের সাথে সিলেটে যোগ দিবে। দলের ভারসাম্য যথেষ্ট ভাল হবে। আমার একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের প্রয়োজন ছিল দলে। আমাদের এমন একজন ব্যাটসম্যান দরকার ছিল যে খেলার পরিস্থিতি বুঝতে পারবে এবং নিয়ন্ত্রণ করতে পারবে।'  


মূলত পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের পরিবর্তেই আগামী টুর্নামেন্টে স্মিথকে দলে টেনেছে কুমিল্লা। সালাউদ্দিন জানিয়েছেন প্রথম রাউন্ডের কয়েকটি ম্যাচ খেলার পর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত হয়ে পড়বেন মালিক। পরবর্তীতে স্মিথ যোগ দিবেন দলের সাথে। সালাউদ্দিনের ভাষায়, 


'শোয়েব মালিক পুরো টুর্নামেন্টে খেলতে পারছে না। সে প্রথম রাউন্ডে খেলবে এবং স্টিভ এরপর যোগ দিবে দলের সাথে।'



উল্লেখ্য শুধু স্মিথই নন, এবারের বিপিএলে মাঠ মাতাতে দেখা যাবে আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকেও। তাঁকে এবারের টুর্নামেন্টে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স দলটি। 


সুত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball