বড় স্কোরের পথে পূর্বাঞ্চল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩১৪ রান। দলের পক্ষে দুর্দান্ত শতক হাঁকিয়ে ১৫৩ রানে বিদায় নিয়েছেন ওপেনার শামসুর রহমান শুভ।
শুভ'র পাশাপাশি রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৫৩ রান। দিন শেষে তাসামুল হক ৪৭ এবং ইয়াসির আলি ২৬ রান নিয়ে অপরাজিত আছেন। দক্ষিণাঞ্চলের পক্ষে আব্দুর রাজ্জাক একাই নিয়েছেন ৩ উইকেট।
এর আগে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিল পূর্বাঞ্চল। ৯২ রানে ভাঙে তাঁদের উদ্বোধনী জুটি। ৫৩ রানে ফিরে গিয়েছেন দলের ওপেনার রনি তালুকদার।
এরপরে মাহমুদুল হাসানও (২১) থিতু হতে পারেননি। তারপরে উইকেটরক্ষক জাকির হাসানকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেছেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক।

এর মাঝে শুভ তুলে নেন সেঞ্চুরি। শতক হাঁকিয়েও থেমে যান নি এই ব্যাটসম্যান। তবে দিনের শেষ বেলায় এসে ২৬৬ রানে ১৫৩ রান করে বিদায় নেন শুভ।
১৭টি চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তাসামুল হক এবং ইয়াসির আলি মিলে উইকেটে থিতু হয়ে খেলে দিন শেষ করেন।
পূর্বাঞ্চল একাদশঃ- রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মাহমুদুল হাসান, জাকির হাসান (উইকেটরক্ষক), তাসামুল হক, ইয়াসির আলি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ফরহাদ রেজা (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ।
দক্ষিণাঞ্চল একাদশঃ- শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদি হাসান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- দক্ষিণাঞ্চল (ফিল্ডিং)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ- ৩১৪/৪, ৯০ ওভার
(শামসুর ১৫৩, রনি ৫৩; রাজ্জাক ৩/১১১)