রেকর্ডের জন্য খেলেন না মমিনুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ব্যাটসম্যান মমিনুল হক এবং ভারতের অধিনায়ক ভিরাট কোহলি চলতি বছর এখন পর্যন্ত ৪টি করে শতক হাঁকিয়েছেন। তাই মমিনুলের সামনে সুযোগ রয়েছে ভারতের অধিনায়ককে পেছনে ফেলার, কিন্তু মমিনুল সাফ জানিয়ে দিলেন রেকর্ডের জন্য খেলেন না তিনি।
উইন্ডিজদের বিপক্ষে শেষ টেস্টে শতক হাঁকালেই কোহলিকে পেছনে ফেলবেন তিনি। তবে মমিনুল অবশ্য রেকর্ড নিয়ে বাড়তি চিন্তা করেন না। জানিয়েছেন, সব সময়ই চেষ্টা করেন দলের জন্য খেলার। যত দীর্ঘ সময় ব্যাট করা যায় এটাই চেষ্টা করে থাকেন।

তাই দলের জন্য খেলতেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেঞ্চুরি হইলে হবে না হইলে নাই সেসব মিয়ে মাথা ঘামাতে চান না দেশের পক্ষে টেস্টে ৮টি শতক হাঁকানো এই ব্যাটসম্যান। তিনি বলেন,
'না, আমি ওইভাবে চিন্তা করছি না যে আমার আরেকটা সুযোগ আছে। আমি সবসময় চেস্টা করি টিমের জন্য যতটুক করা যায়, ব্যাটিংয়ের সময় যত সেশন খেলা যায়, আমি যেভাবে পরিকল্পনা করি, আমার যে নিয়মকানুন ওইভাবে চেস্টা করি। হইলে হইলো, না হইলে নাই।'
এবছর দেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশী রান করা ব্যাটসম্যানও মমিনুল হক। ৪৬ গড়ে ৬৪৪ রান করেছেন ৭ ম্যাচে ১৪ ইনিংসে। তবে শেষ টেস্টে মমিনুল শতক হাঁকালেও হয়তো বেশীদিনের জন্য রেকর্ডটি রাখতে পারবেন না।
কারণ উইন্ডিজ সিরিজ শেষ হওয়ার কয়েকদিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। আর দারুণ কোহলি যে ফর্মে রয়েছেন, তাতে অস্ট্রেলিয়ার মাটিতে বেশ কয়েকটি শতক হাঁকিয়ে রেকর্ডটি আবার নিজের করেও নিতে পারেন তিনি।