মাশরাফিকে নিয়ে আমরা চিন্তিত নইঃ আকরাম খান

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পুরোটা সময় জুড়েই মাশরাফি বিন মর্তুজাকে পাওয়া যাবে বলে আশা করছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তাঁর বিশ্বাস রাজনীতিতে যোগ দিলেও একজন খেলোয়াড় হিসেবে পুরো সিরিজেই দলকে নেতৃত্ব দিবেন নড়াইল এক্সপ্রেস। নড়াইল ২ আসনের মনোনয়ন পাওয়া মাশরাফিকে নিয়ে তেমন চিন্তা নেই উল্লেখ করে আকরাম খান বলেছেন,

'ওকে (মাশরাফি) নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়। আর অনুশীলন আছে, নিয়মিত যদি অনুশীলন করে তাহলে আমাদের কোনও সমস্যা হবে না।'
নিয়মিত অনুশীলন করতে পারলে নিজের সেরাটা ঢেলে দিতে সক্ষম হবেন টাইগার অধিনায়ক বলেও বিশ্বাস করেন আকরাম। মাশরাফিকে একজন অভিজ্ঞ এবং মানসম্পন্ন ক্রিকেটার আখ্যা দিয়ে আকরাম আরও বলেন,
'আমি ক্রিকেটীয় দিক থেকে বলছি, আমাদের যদি মাশরাফি পুরো সিরিজে সময় দেয় তাহলে তো আমাদের কোন অসুবিধা হবে না। আর সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তাঁর (মাশরাফির) মান অনেক বেশি। সুতরাং এই ধরণের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে।'
মাশরাফির রাজনীতিতে যোগ দেয়ার ব্যাপারটি একান্তই তাঁর ব্যক্তিগত হিসেবে দাবি করলেন সাবেক অধিনায়ক আকরাম। এই ব্যাপারে অন্য কারো মন্তব্য করাটা সাজে না বলে মনে করেন তিনি,
'আমি তো বললাম, সে যদি অনুশীলনে নিয়মিত হয় তাহলে আমাদের কোনও সমস্যা হবে না। আর বাকিটা যেহেতু ওর ব্যক্তিগত ব্যাপার। সে কিভাবে এটা মেনে চলছে তা সম্পূর্ণ তাঁর নিজের ব্যাপার,' বলেন আকরাম।