ম্যাচে ১০টা চেয়েছিলাম, একদিন হয়ে যাবে ভাবিনিঃ ইয়াসির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিন দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। তবে ইয়াসির ম্যাচের দিন মাঠে নামার আগে পরিকল্পনা করেছিলেন এক ম্যাচে দশ উইকেট নেয়ার। কিন্তু সেটা যে একদিনেই হয়ে যাবে তা ভাবেন নি তিনি।
প্রথম পাকিস্তানী বোলার হিসেবে একদিনে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন ইয়াসির। প্রথম ইনিংসে ৮ উইকেট নেয়ার পর একই দিন এখন পর্যন্ত ২টি উইকেট নিয়েছেন এই স্পিনার।

তাঁর ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ৫০ রানে ০ উইকেট থাকার পরও ইয়াসিরের ঘূর্ণিতে নিউজিল্যান্ড অল আউট হয়েছে মাত্র ৯০ রানে। ৪১ রান দিয়ে ৮ উইকেট নেন এই স্পিনার। ইয়াসির বলেন,
‘সকালে বোলিং করতে নেমে ভেবেছিলাম ম্যাচে ১০ উইকেট পাবো কিনা। কিন্তু সেটা যে একদিনেই হয়ে যাবে তা ভাবিনি! পরিকল্পনা অনুযায়ী বল করেছি। এখন লক্ষ্য নিউজিল্যান্ডের বাকি উইকেট দ্রুত তুলে নেওয়া।’
ইনজুরি থেকে ফ??রে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন। তবে সেই সিরিজে নিজেকে তেমন মেলে ধরতে পারেন নি ইয়াসির। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এই পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, এমনটাই বিশ্বাস তাঁর। ইয়াসির আরও জানান,
‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরি থেকে ফিরে ধীরে ধীরে আগের ফর্মে ফিরছিলাম। টেস্টে আসলে ফর্মে ফিরতে সময় লাগে। আগের সিরিজে আমি ভালো বল করলেও সেই ছন্দটা ছিল না।
ছন্দে ফেরাটাই আসল লক্ষ্য ছিল। ধৈর্য রাখতে হতো, উইকেট না পেলেও। আর নিজের দুর্বল দিকগুলো নিয়েও কাজ করেছি।’