অস্ট্রেলিয়া সিরিজ অধিনায়ক কোহলির অগ্নিপরীক্ষাঃ ওয়াসিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির জন্য অগ্নিপরীক্ষা। পাকিস্তানের কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম এমনই মন্তব্য করেছেন।
স্মিথ-ওয়ার্নার বিহীন অস্ট্রেলিয়া এখন দুর্বল। আর এটাকেই ইন্ডিয়ার জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন ওয়াসিম। সেই সঙ্গে অধিনায়ক কোহলির যোগ্যতা যাচাই করার সিরিজও এটাই।

ওয়াসিম মনে করেন, কোহলি এবং তাঁর দলের উচিত অনভিজ্ঞ অস্ট্রেলিয়ার উপর এখন ঝাঁপিয়ে পড়া। এনডিটিভিকে সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে এসব নিয়েই কথা বলেছেন সাবেক এই পাকিস্তানের দলপতি। ওয়াসিম বলেন,
'কোহলির সামনে এটা সেরা সুযোগ। অস্ট্রেলিয়া দল হিসেবে অনভিজ্ঞ। ভারতের তাই ঝাঁপিয়ে পড়া উচিত। কিন্তু ভারত-পাকিস্তানের বোলাররা অস্ট্রেলিয়ায় গিয়ে বাড়তি বাউন্সে বেশি উত্সাহী হয়ে পড়ে! ভারতীয় বোলারদের কিন্তু শর্ট বল করলে চলবে না।
শর্ট অব লেংথ ডেলিভারির অপেক্ষাতেই থাকবে ব্যাটসম্যানরা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি কেমন, সেটাও বোঝা যাবে এই সিরিজে। তাঁর অগ্নিপরীক্ষার সিরিজ এটা'
টি-টুয়েন্টি সিরিজ ১-১ সমতার শেষ করা টিম ইন্ডিয়া ডিসেম্বরের ৬ তারিখ প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।