হোম অফ ক্রিকেটে মুশফিকের হাজার রানের হাতছানি

ছবি: মুশফিকুর রহিম

|| ডেস্ক রিপোর্ট ||
মিরপুর শের-এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে স্বাগতিক বাংলাদেশ। এই টেস্টে আর মাত্র ৩৬ রান করতে পারলেই হোম অফ ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক হাজারি রানের ক্লাবে পা রাখতে সক্ষম হবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বর্তমানে মিরপুরের মাঠে ১৭টি টেস্ট খেলে ৯৬৪ রান মুশফিকের। রয়েছে ১টি শতক সহ ৬টি অর্ধশতক। মুশফিকের আগে মিরপুরের মাঠে টেস্টে এক হাজার রান পূর্ণ করা বাকি দুই ব্যাটসম্যান হলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।

এখন পর্যন্ত শের-ই বাংলায় ১৬টি টেস্টে ১২৩৩ রান সংগ্রহ করেছেন সাকিব (গড় ৪৪.০৩)। এই মাঠে তাঁর শতক সংখ্যা ১ টি এবং অর্ধশতক ৮টি। অপরদিকে দ্বিতীয়তে থাকা ওপেনার তামিমের সংগ্রহ ১১২৫ রান (গড় ৩৭.৫০)। যেখানে এই মাঠে তাঁর শতক রয়েছে ২টি এবং অর্ধশতক ৮টি।
এছাড়াও তৃতীয় এবং চতুর্থতে আছেন যথাক্রমে মমিনুল হক সৌরভ ও মাহমুদুল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটসম্যানের এক হাজারি রানের ক্লাবে পৌঁছুতে অবশ্য অপেক্ষায় থাকতে হবে আরও কয়েকটি ম্যাচ।
কেননা এখন পর্যন্ত মিরপুরে ৮টি টেস্ট খেলে মমিনুলের সংগ্রহ ৪৭.৬৪ গড়ে ৬৬৭ রান। আর রিয়াদ ৩৮.৮২ গড়ে ১০টি টেস্টে ৬৬০ রান সংগ্রহ করেছেন।
মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানঃ
ব্যাটসম্যান | সময়কাল | ম্যাচ | ইনিংস | রান সংখ্যা | গড় | সেরা ইনিংস | শতক | অর্ধশতক |
সাকিব আল হাসান | ২০০৭-২০১৭ | ১৬ | ৩০ | ১২৩৩ | ১৪৪ | ১ | ৮ | |
তামিম ইকবাল | ২০০৮-২০১৮ | ১৬ | ৩০ | ১১২৫ | ১৫১ | ২ | ৮ | |
মুশফিকুর রহিম | ২০০৮-২০১৮ | ১৭ | ৩১ | ৯৬৪ | ২১৯* | ১ | ৬ | |
মমিনুল হক | ২০১৩-২০১৮ | ৮ | ১৫ | ৬৬৭ | ১৬১ | ২ | ৪ | |
মাহমুদুল্লাহ রিয়াদ | ২০১০-২০১৮ | ১০ | ১৯ | ৬৬০ | ১০১ | ১ | ৪ |