১ দিনে ইয়াসির শাহ'র ১০ উইকেট!

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম পাকিস্তানী বোলার হিসেবে একদিনে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেট নেয়ার পর একই দিন এখন পর্যন্ত ২টি উইকেট নিয়েছেন এই স্পিনার।
তাঁর ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ৫০ রানে ০ উইকেট থাকার পরও ইয়াসিরের ঘূর্ণিতে নিউজিল্যান্ড অল আউট হয়েছে মাত্র ৯০ রানে। ৪১ রান দিয়ে ৮ উইকেট নেন এই স্পিনার।।

একই দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিত রাভাল এবং কেন উইলিয়ামসনকে ফিরিয়ে এই রেকর্ড নিজের করে নেন তিনি। এর আগে টেস্টে একদিনে ১০ বা তাঁর বেশি উইকেট নেয়ার রেকর্ড ছিল ভারতের অনিল কুম্বলের।
দিল্লিতে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একাই দশ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে মোট ১৪ উইকেট নেয়া এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন ৭৪ রান দিয়ে।
এদিকে পাকিস্তানের পক্ষে ইয়াসিরের আগে একদিনে সবচেয়ে বেশী উইকেট নেয়ার রেকর্ডটি ছিল ইন্তেখাব আলমের দখলে। ১৯৭৩ সালে নিউজিল্যান্ডের সাথেই ৯ উইকেট নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে।
৯ উইকেট নিয়ে এই তালিকায় আরও আছেন লেগ স্পিনার আব্দুল কাদির। আর ভারতের বিপক্ষে একদিনে ৮ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সিকান্দার বক্ত। আর ৪৫ বছর পর এই রেকর্ড ভেঙ্গে দিলেন ইয়াসির শাহ।